ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জান সংক্ষেপে লেখাে

ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জান সংক্ষেপে লেখাে Class 10 | Geography | 3 Marks

উত্তর:

ল্যাটেরাইট মাটি 

উত্তর:নামকরণ: লাতিন শব্দ ‘later’ থেকে ইংরেজিতে ‘laterite’ শব্দটির পত্তি। লাতিন ভাষায় later’ শব্দের অর্থ ইট। 

আবস্থান: উষ্ণ ও বৃষ্টিবহুল দাক্ষিণাত্যের নীলগিরি, পশ্চিমঘাট ও কার্ডামম পার্বত্যভূমি, ওডিশার পাহাড়ি এলাকা, ঝাড়খণ্ডের ছােটোনাগপুর মালভূমি প্রভৃতি অঞ্চলে ইটভাঙা সুরকির মতাে এক ধরনের শক্ত বাদামি লাল কাঁকুরে মাটি দেখা যায়। এই ধরনের মৃত্তিকাকে হলে ল্যাটেরাইট মাটি। এই মাটির স্থানীয় নাম মােরাম। 

সৃষ্টি – প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে ধৌত প্রক্রিয়ায় লবণসহ অনান্য দ্রবণশীল পদার্থ মাটির নীচের স্তরে চলে যায় এবং লােহা ও। অ্যালুমিনিয়াম অক্সাইড মাটির উপরিস্তরে পড়ে থাকে। এইভাবে। ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। 

বৈশিষ্ট্য: [i] কাকরপূর্ণ বলে এই মাটির জলধারণক্ষমতা বিশেষ নেই। এজন্য এই মাটি বিশেষ উর্বরও নয়। তাই এই মাটিতে চাষাবাদও কম হয়। [i] ল্যাটেরাইট মৃত্তিকার ওপরের অংশ কঠিন, কিন্তু তার মধ্য দিয়ে। অনায়াসে জল প্রবেশ করতে পারে। [ii] এই মৃত্তিকা অম্লধর্মী বা পেডালফার-জাতীয়

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment