কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোন অংশে দেখা যায়? এর বৈশিষ্ট্য কী কী? অথবা, কৃষ্ণ মত্তিকার বৈশিষ্ট্য আলােচনা করাে। অথবা, ভারতের কৃষ্ণ মৃত্তিকা বা কালােমাটি সম্পর্কে যা জানাে সংক্ষেপে লেখাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:
ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল : 1. দাক্ষিণাত্য মালভূমির উত্তরপশ্চিমাংশে মহারাষ্ট্র মালভূমি বা ডেকান ট্র্যাপ অঞ্চলে সবচেয়ে বেশি কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। 2. এ ছাড়া, গুজরাতের ভারুচ, ভাদোদরা ও। সরাত, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের। উত্তরাংশেও কৃষ্ণ মৃত্তিকা লক্ষ করা যায়।
কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য :
1. লাভা জমাট বেঁধে সৃষ্ট ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে এই মাটি উৎপন্ন হয়েছে।
2.এই মাটিতে টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে এর রং কালাে হয়। এই মাটির আর-এক নাম রেগুর।
3. এর মধ্যে কাদা ও পলির ভাগ বেশি থাকে। এবং বালি কম থাকে, এজন্য এই মাটির দানাগুলি খুব সূক্ষ্ম হয়।
4. নাইট্রোজেন ও জৈব পদার্থ কম থাকলেও এই মাটিতে ক্যালশিয়াম, পটাশিয়াম, চুন, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম কার্বনেট আছে বলে এই মাটি অত্যন্ত উর্বর।
5. এই মাটির জলধারণক্ষমতা খুব বেশি।
6. এই মাটিতে তুলাে চাষ খুব ভালাে হয় বলে একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা’-ও বলা হয়।
7. এই মাটিতে প্রচুর পরিমাণে আখ (বিদর্ভ, মারাঠাওয়াড়া অঞলে), চিনাবাদাম (উত্তর কর্ণাটক), জোয়ার, কমলালেবু (নাগপুর), পিয়াজ (নাসিক) প্রভৃতি উৎপন্ন হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Khub bhalo laglo