কৃষির ওপর রেগুর মৃত্তিকার প্রভাব কীরূপ Class 10 | Geography | 3 Marks
উত্তর:
কৃষির ওপর রেগুর মৃত্তিকার প্রভাব:
কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর। তেলুগু শব্দ রেগাড়া থেকে এই রেগুর নামের উৎপত্তি। এটি। দাক্ষিণাত্য মালভূমির অন্যতম গুরুত্বপূর্ণ মৃত্তিকা। এই মৃত্তিকায় ফসফরাস, নাইট্রোজেন এবং জৈব পদার্থ কম থাকলেও লােহা, চুন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। এ ছাড়া, মন্টমরিলােনাইট জাতীয় কাদার পরিমাণ বেশি হওয়ায় এই মাটির জলধারণক্ষমতাও বেশি। এজন্য এই মৃত্তিকা খুবই উর্বর। ফলে রেগুর মাটিতে চাষ-আবাদ খুব ভালাে হয়। তুলাে চাষ খুব ভালাে হয় বলে রেগুরকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা’-ও বলা হয়। তবে শুধু তুলাে নয়, এই মৃত্তিকায় আখ, চিনাবাদাম, তিসি, তামাক, পিয়াজ, কমলালেবু প্রভৃতি ফসলও প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে, দাক্ষিণাত্যের রেগুর মৃত্তিকা অঞল ভারতের অন্যতম শ্রেষ্ঠ কৃষিসমৃদ্ধ এলাকা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।