দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি উল্লেখ করে তার প্রতিকার সংক্ষেপে লেখাে

ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি উল্লেখ করে তার প্রতিকার সংক্ষেপে লেখাে

ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি উল্লেখ করে তার প্রতিকার সংক্ষেপে লেখাে Class 10 | Geography | 3 Marks

উত্তর:

মৃত্তিকা ক্ষয়ের কারণ: ঝড়, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদীক্ষয়, সমুদ্রতরঙ্গ, ধস প্রভৃতি প্রাকৃতিক কারণ এবং মানুষের অনিয়ন্ত্রিত ও অবিবেচনাপ্রসূত কার্যাবলি, যেমন—অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ, যথেচ্ছ বৃক্ষচ্ছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ ইত্যাদির ফলে ভারতে মৃত্তিকা ক্ষয় ঘটে থাকে।

প্রতিকারের প্রয়ােজনীয় ব্যবস্থা: মৃত্তিকা ক্ষয় রােধ করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া প্রয়ােজন, যথা—1. যথেষ্ট পরিমাণে বৃক্ষরােপণ, 2. স্থান পরিবর্তনশীল কৃষিকাজ বা ঝুমচাষ রােধ, 3.পশুচারণ নিয়ন্ত্রণ, 4. পাহাড়ি অঞলে সমােন্নতি রেখা বরাবর চাষ, ধাপচাষ ও ফালিচাষ, 5. নালিখয় অঞলে গালিচাষ, 6. বিজ্ঞানভিত্তিক কৃষিকাজ প্রভৃতি উদ্যোগগুলি ঠিকমতাে পালন করা গেলে মৃত্তিকার উপযুক্ত সংরক্ষণ সম্ভব হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment