ভদ্রাবতী ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার বা বিশ্বেশ্বরায়া লােহা ও ইস্পাত শিল্পকেন্দ্রের অবস্থানগত সুবিধা আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
ভদ্রাবতী ইস্পাদ কেন্দ্র গড়ে ওঠার বা বিশ্বেশ্বরায়া লােহা ও ইস্পাত শিল্পকেন্দ্রের অবস্থানগত সুবিধা
অবস্থান: কর্ণাটক রাজ্যের উত্তরাংশে ভদ্রা নদীর তীরে ভদ্রাবতীতে এই কারখানাটি অবস্থিত। এখানে বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন করা হয়।
স্থাপনকাল: 1918 সালে বেসরকারি উদ্যোগে এই কারখানাটি নির্মাণের কাজ শুরু হয় এবং এখানে উৎপাদনকার্য শুরু হয় 1923 সালে। 1962 সালে ভারত সরকার ও কর্ণাটক সরকার যৌথভাবে এই কারখানাটি অধিগ্রহণ করে এবং এরপর এই কেন্দ্রটির নাম হয়। বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড (VISL)
1. কাঁচামালের সহজলভ্যতা : কেম্মানগুণ্ডি, বাবাবুদান পাহাড় (কর্ণাটক) থেকে আকরিক লােহা, বাগলকোট (কর্ণাটক) থেকে ডলােমাইট, ভাণ্ডিগুড়া (কর্ণাটক) থেকে চুনাপাথর এবং শিবামােগ্না ও চিত্রদুর্গ জেলা (কর্ণাটক) থেকে ম্যাঙ্গানিজ এই শিল্প স্থাপনে সহায়ক।
2. জলের সহজলভ্যতা : ভদ্রা নদী এই শিল্পকেন্দ্রটির প্রয়ােজনীয় জলের চাহিদা মেটায়।
3. নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্র : যােগ জলপ্রপাতের ওপর নির্মিত মহাত্মা গান্ধি ও শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুৎশক্তি এই শিল্পকেন্দ্রটির বিদ্যুতের চাহিদাপূরণ করে।
4. সুলভ শ্রমিক: কর্ণাটকের দক্ষ ও সুলভ শ্রমিক এই শিল্পকেন্দ্রের প্রয়ােজনীয় শ্রমশক্তির চাহিদাপূরণ করে।
5. বন্দরের নৈকট্য : এই শিল্পকেন্দ্রের নিকটবর্তী ম্যাঙ্গালুরু (210 কিমি) ও মার্মাগাও (400 কিমি) বন্দরের মাধ্যমে কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্যদ্রব্য রপ্তানি করা হয়।
অন্যান্য কারণ
1. উন্নত পরিবহণ ব্যবস্থা: দক্ষিণ ও দক্ষিণ-মধ্য রেলপথ এবং উন্নত সড়ক সংযােগ এই শিল্পকেন্দ্রের উন্নতির সহায়ক হয়েছে।
2. উন্নত বাজার ও চাহিদা : পশ্চিম ও দক্ষিণ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রসহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই শিল্পকেন্দ্রটিতে উৎপন্ন বিশেষ ধরনের ইস্পাতের চাহিদা। শিল্পকেন্দ্রটির সমৃদ্ধির সহায়ক হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।