দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography পশ্চিমবঙ্গে লােহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠার ভৌগােলিক কারণগুলি কী?

পশ্চিমবঙ্গে লােহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠার ভৌগােলিক কারণগুলি কী?

পশ্চিমবঙ্গে লােহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠার ভৌগােলিক কারণগুলি কী? Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

পশ্চিমবঙ্গে লােহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠার ভৌগােলিক কারণসমূহ

 পশ্চিমবঙ্গে দুটি বৃহদায়তন লােহা ও ইস্পাত কারখানা আছে—একটি দুর্গাপুরে দুর্গাপুর স্টিল প্লান্ট এবং অপরটি কুলটি বার্নপুরে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এ ছাড়াও দুর্গাপুরে একটি সংকর ইস্পাত কারখানা আছে যার নাম অ্যালয় স্টিল প্লান্ট। পশ্চিমবঙ্গে এই দুটি বৃহদায়তন লােহা ও ইস্পাত কারখানা এবং একটি সংকর ইস্পাত কারখানা গড়ে ওঠার ভৌগােলিক কারণগুলি হল— 

1. কাঁচামালের সহজলভ্যতা : রানিগঞ্জ, অণ্ডাল, মেজিয়া, দিশেরগড় (পশ্চিমবঙ্গ); ঝরিয়া (ঝাড়খণ্ড) থেকে কয়লা, গুয়া ও নােয়ামুণ্ডি (ঝাড়খণ্ড); গােরুমহিষানি, বাদামপাহাড় ও বােলানি (ওডিশা) থেকে আকরিক লােহা, বীরমিত্রপুর (ওডিশা) থেকে চুনাপাথর, গাংপুর (ওডিশা) থেকে ডলােমাইট এবং গাংপুর (ওডিশা) থেকে ম্যাঙ্গানিজ এই শিল্প স্থাপনে সহায়ক। 

2. জলের সহজলভ্যতা : শিল্পকেন্দ্রগুলির প্রয়ােজনীয় পর্যাপ্ত জল দামােদর নদ ও তার উপনদী বরাকর থেকে পাওয়া যায়। 

3. বিদ্যুৎ পাওয়ার সুবিধা : দুর্গাপুর, মেজিয়া ও দিশেরগড় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এখানে প্রয়ােজনীয় বিদ্যুৎ সরবরাহের সুবিধা আছে। 

4.উন্নত পরিবহণ ব্যবস্থা: পূর্ব রেলপথ, NH-19 (গ্র্যান্ড ট্রাঙ্ক রােড) এবং দামােদর উপত্যকা পরিকল্পনার অন্তর্ভুক্ত নৌবহনযােগ্য খালের মাধ্যমে এই শিল্পকেন্দ্রগুলি হুগলি শিল্পাঞলের বিশাল বাজার ও কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত। ফলে কাঁচামাল আমদানি এবং ফলে উৎপাদিত পণ্য বাজারজাত ও রপ্তানি করা বিশেষ সুবিধাজনক।

5. সুলভ শ্রমিকের প্রাচুর্য : ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমাংশ ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে পর্যাপ্ত সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment