দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography পূর্ব ও মধ্য ভারতে লােহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী

পূর্ব ও মধ্য ভারতে লােহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী

পূর্ব ও মধ্য ভারতে লােহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী?
অথবা পূর্ব ও মধ্য ভারতে লােহা-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

পূর্ব ও মধ্য ভারতে লােহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ

ভারতের অধিকাংশ লােহা ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে পূর্ব ও মধ্য ভারতে। এগুলি হল পূর্ব ভারতের দুর্গাপুর, কুলটি বার্নপুর, জামশেদপুর, রৌরকেলা, বােকারাে ও মধ্য ভারতের ভিলাই। এ ছাড়াও এই অঞ্চলে আরও কয়েকটি লােহা ও ইস্পাত কেন্দ্র নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে।

এই অঞ্চলে লোহা ও ইস্পাত কারখানার কেন্দ্রীভবনের কারণগুলি হল—

1. কাঁচামালের সহজলভ্যতা : পূর্ব ও মধ্য ভারতের লােহা ও ইস্পাত কারখানাগুলির জন্য প্রয়ােজনীয় কাঁচামালগুলি হল—পূর্ব ভারতের রানিগঞ্জ (পশ্চিমবঙ্গ); ঝরিয়া, বােকারাে, গিরিডি, করণপুরা (ঝাড়খণ্ড); তালচের (ওডিশা) এবং মধ্য ভারতের কোরবা, সােনহাট (ছত্তিশগড়), সিংগ্রাউলি, উমারিয়া (মধ্যপ্রদেশ)এর কয়লা, পূর্ব ভারতের গুয়া, নােয়ামুণ্ডি, চিরিয়া, মনােহরপুর (ঝাড়খণ্ড); গােরুমহিষানি, বাদামপাহাড়, সুলাইপাট, কিরিবুরু, বােনাই, বােলানি (ওডিশা) এবং মধ্য ভারতের বায়লাডিলা, দাল্লিরাজহারা (ছত্তিশগড়)-এর আকরিক লােহা, পূর্ব ভারতের বীরমিত্রপুর (ওডিশা); ভবনাথপুর ও ডালটনগঞ্জ (ঝাড়খণ্ড); পূর্ণপাণি (ছত্তিশগড়) এবং মধ্য ভারতের সাতনা, কুটেশ্বর, কাটনি(মধ্যপ্রদেশ)-এর চুনাপাথর, পূর্ব ভারতের সম্বলপুর, গাংপুর ও সুন্দরগড় (ওডিশা); হিররি (ছত্তিশগড়) এবং মধ্য ভারতের কাটনি (মধ্যপ্রদেশ) থেকে ডলােমাইট এবং গাংপুর ও বােনাই (ওড়িশা)এর ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা রয়েছে।

2. জলের সহজলভ্যতা : এই শিল্পের জন্য প্রয়ােজনীয় জল দামােদর, বরাকর, সুবর্ণরেখা, খরকাই, শঙ্খ, ব্রাত্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদনদী থেকে সহজেই পাওয়া যায়। এ ছাড়া, তেণ্ডুলা জলাধার, মন্দিরা জলাধার থেকেও জল পাওয়া যায়।

3. পর্যাপ্ত বিদ্যুৎশক্তি : পূর্ব ও মধ্য ভারতে প্রচুর কয়লানির্ভর বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যেমন—পূর্ব ভারতের দুর্গাপুর, মেজিয়া, দিশেরগড়, বক্রেশ্বর (পশ্চিমবঙ্গ), পাত্ৰাতু, বােকারাে (ঝাড়খণ্ড), তালচের (ওডিশা) প্রভৃতি এবং মধ্য ভারতের কোরবা (ছত্তিশগড়), বিন্ধ্যাচল (মধ্যপ্রদেশ) প্রভৃতি। এ ছাড়া হিরাকুদ ও সিলেবুর জলবিদ্যুৎ কেন্দ্রের জলবিদ্যুৎ প্রাপ্তির সুবিধা পূর্ব ও মধ্য ভারতে লােহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের সহায়ক।

4. উন্নত পরিবহণ ব্যবস্থা: ভারতীয় রেলপথের বিভিন্ন শাখা (পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথ) এবং NH-2, 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়ক এই অঞ্চলের ওপর দিয়ে প্রসারিত হওয়ায় দেশের যেকোনাে অঞ্চলের সঙ্গে সহজেই যােগাযােগ ও পণ্যদ্রব্যের আদানপ্রদান করা যায়। 

বন্দরের নৈকট্য : কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ও পারাদীপের মতাে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সান্নিধ্য এই অঞ্চলে লােহা ও ইস্পাত শিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে।

অন্যান্য কারণ

1. সুলভ শ্রমিকের প্রাচুর্য : পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওডিশা। ও পশ্চিমবঙ্গ এবং মধ্য ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্য যথেষ্ট জনবহুল হওয়ায় এখানে যথেষ্ট সংখ্যক সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়।

2. উন্নত বাজার ও চাহিদা: পূর্ব ও মধ্য ভারত ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে খুবই সমৃদ্ধ। তাই এই অঙ্কুলে লােহা ও ইস্পাতের উন্নত বাজার ও যথেষ্ট চাহিদা রয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment