ভারতে পেট্রোরসায়ন শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলােচনা করাে Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
ভারতে পেট্রোরসায়ন শিল্পের সমস্যা
পেট্রোরসায়ন শিল্প ভারতের একটি উদীয়মান শিল্প। এই শিল্পের সমস্যাগুলি হল—
1. মূলধনের অভাব : শিল্পস্থাপনের প্রাথমিক ব্যয়-সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর মূলধনের প্রয়ােজন হয় বলে এই শিল্পের প্রয়ােজনীয় সম্প্রসারণ সম্ভব হচ্ছে না।
2. কারিগরি জ্ঞানের অভাব : এই শিল্পে ক্রমপরিবর্তনশীল কারিগরি জ্ঞানের প্রয়ােজন হয়। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশ থেকে উচ্চ মূল্যে প্রযুক্তি সংগ্রহ করতে হয়।
3. অত্যধিক শুল্ক আরােপ : ভারতে পেট্রোপণ্যের ওপর ধার্য শুল্ক অন্যান্য অনেক দেশের চেয়ে বেশি।
4. রাজনৈতিক অস্থিরতা : রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে খনিজ তেলের মূল্যবৃদ্ধি এই শিল্পের উৎপাদন খরচ বৃদ্ধি করেছে।
5. পরিবেশগত সমস্যা : খনিজ তেলজাত অধিকাংশ দ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা বিয়ােজ্য না হওয়ায় (non-biodegradable) পেট্রোরসায়ন শিল্পজাত বর্জ্য পরিবেশগত সমস্যার সৃষ্টি করে।
ভারতে পেট্রোরসায়ন শিল্পের সম্ভাবনা
ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের সম্ভাবনাগুলি হল—
1. বাণিজ্যিক সম্ভাবনা : রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি দ্রব্যসহ প্রায় 600টির বেশি পণ্য এই শিল্পে উৎপাদন করা যায়। তাই সমৃদ্ধ ভারতে এই শিল্পে উৎপন্ন দ্রব্যসমূহের বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে।
2. বিনিয়ােগ : মূলধনের সমস্যা সমাধানের জন্য অনাবাসী ভারতীয় এবং বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শিল্প কারখানা গড়ে তােলা যেতে পারে। বর্তমানে এই প্রয়াস শুরু হয়েছে।
3. অনুসারী শিল্পের বিকাশ : বহু অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে বলে এই শিল্পের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন হয়েছে ও কর্মসংস্থানের সুযােগও বৃদ্ধি পেয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।