ভারতে মােটরগাড়ি উৎপাদন কেন্দ্রগুলির অবস্থান উল্লেখ করাে Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
ভারতে মােটরগাড়ি উৎপাদন কেন্দ্রগুলির অবস্থান
ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মােটরগাড়ি নির্মাণ সংস্থা ও তাদের উৎপাদন কেন্দ্রগুলির অবস্থান উল্লেখ করা হল—
1. টাটা মােটরস লিমিটেড: গুজরাতের সানন্দ, ঝাড়খণ্ডের জামশেদপুর, উত্তরাখণ্ডের পন্থনগর, মহারাষ্ট্রের পুণে, কর্ণাটকের ধারওয়াড়, উত্তরপ্রদেশের লখনউ হল টাটা মােটরস লিমিটেডের উৎপাদন কেন্দ্র।
2. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইন্ডিয়া লিমিটেড: মহারাষ্ট্রের নাসিক ও কান্দিভলী (মুম্বাইয়ের কাছে); উত্তরাখণ্ডের হরিদ্বার, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার জাহিরাবাদ হল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন কেন্দ্র।
3. মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড: হরিয়ানার গুরগাঁও ও মানেশ্বর হল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন কেন্দ্র।
4. ফোর্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড: তামিলনাড়ুর মারাইমালাই নগর (চেন্নাইয়ের কাছে) হল ফোর্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উৎপাদন কেন্দ্র।
5. বাজাজ অটো লিমিটেড: মহারাষ্ট্রের চাকান (পুণের কাছে) ও ওয়ালুজ (ঔরঙ্গাবাদের কাছে); উত্তরাখণ্ডের পন্থনগর হল বাজাজ অটো লিমিটেডের উৎপাদন কেন্দ্র।
6. অশোক লেল্যান্ড : তামিলনাড়ুর এন্নোর, হােসর; উত্তরাখণ্ডের পন্থনগর; রাজস্থানের আলােয়ার হল অশােক লেল্যান্ডের উৎপাদন কেন্দ্র।
7. হিন্দুস্তান মােটরস লিমিটেড: মধ্যপ্রদেশের পিথমপুর, তামিলনাড়ুর তিরুভাল্লুর হল হিন্দুস্তান মােটরস লিমিটেডের উৎপাদন কেন্দ্র।
৪. টিভিএস মােটরস কোম্পানি লিমিটেড: তামিলনাড়ুর হােসুর; কর্ণাটকের মহীশূর হল টিভিএস মােটরস কোম্পানি লিমিটেডের উৎপাদন কেন্দ্র।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।