ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা ও সমাধান আলােচনা করাে

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা ও সমাধান আলােচনা করাে Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা

ভারতের এক গুরুত্বপূর্ণ শিল্প হল কার্পাস বয়ন শিল্প। তবে এই শিল্পও নানাধরনের সমস্যার সম্মুখীন। সেই সমস্যাগুলি হল—

1. কাঁচামালের অভাব: ভারতে উন্নত মানের দীর্ঘ আঁশযুক্ত তুলাের উৎপাদন পর্যাপ্ত নয়। 

2. অধিক উৎপাদন ব্যয়: দীর্ঘ আঁশযুক্ত তুলাে আমদানি করার ফলে ভারতীয় বস্ত্রের উৎপাদন ব্যয় অধিক। কিন্তু সেই অনুপাতে বস্ত্রাদির দাম কম।

3. পুরােনাে যন্ত্রপাতি : ভারতের অধিকাংশ কার্পাস বয়ন কলগুলির যন্ত্রপাতি পুরােনাে ও নিম্নমানের। এর ফলে নিম্নমানের বস্ত্র উৎপন্ন হয় এবং উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পায়।

4. আন্তর্জাতিক বাজারে প্রতিযােগিতা: আন্তর্জাতিক বাজারে বিশেষত ইউরােপীয় দেশগুলিতে কোটা পদ্ধতি চালু হওয়ায়। ভারতীয় বস্ত্র বিক্রয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং অন্যান্য দেশগুলির সাথে প্রতিযােগিতা ভারতীয় বস্ত্র উৎপাদনকে ব্যাহত করে। 

5. কৃত্রিম তন্তুজাত বন্ত্রের সঙ্গে প্রতিযােগিতা : কৃত্রিম তন্তু, যেমন—রেয়ন, নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রিলিক ইত্যাদি থেকে উৎপন্ন মিশ্র বস্ত্রের সঙ্গে প্রতিযােগিতার কারণেও কার্পাস বয়ন শিল্প গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে। 

6. অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ: ভারতে কার্পাস বয়ন কলগুলি চালনার জন্য প্রয়ােজনীয় বিদ্যুতের চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হওয়ায় অনেকসময় উৎপাদনবন্ধ থাকে। 

ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যার সমাধান 

ভারতের কার্পাস বয়ন শিল্পের যে যে সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলি সমাধনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

1. শিল্পের আধুনিকীকরণ : উন্নত প্রযুক্তির প্রবর্তনের মাধ্যমে ভারত সরকার কারখানাগুলির আধুনিকীকরণে ব্যবস্থা গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে ভারত সরকার প্রযুক্তির উন্নতিকরণ ভাণ্ডার প্রকল্প (Technology Upgradation Fund Scheme)

2. দীর্ঘ আঁশযুক্ত তুলাের চাষ বৃদ্ধি : দীর্ঘ আঁশযুক্ত তুলাের আমদানি কমানাের জন্য উত্তর-পশ্চিম ভারতের শুষ্ক এলাকায় জলসেচের সাহায্যে দীর্ঘ আঁশযুক্ত তুলাে চাষের ব্যবস্থা করা হয়েছে। 

3. অন্তঃশুল্ক হ্রাস : ‘যােশী কমিটির সুপারিশ অনুযায়ী ভারত সরকার কার্পাসজাত বস্ত্রের ওপর অন্তঃশুল্ক হ্রাস করেছে। 

4. স্বয়ংক্রিয় তাঁত স্থাপন : শিল্পের উৎপাদন বৃদ্ধি ও ব্যয় হ্রাসের জন্য ভারত সরকার বস্ত্র কলগুলিতে স্বয়ংক্রিয় তাঁত বসানাের অনুমতি দিয়েছে।

5. রপ্তানি উন্নয়ন সংস্থা গঠন: সুতিবস্ত্রের রপ্তানি বৃদ্ধির জন্য কার্পাস বস্ত্র রপ্তানি উন্নয়ন সংস্থা (Cotton Textiles Export Promotion Council) গঠন করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করার ফলে আশা করা যায় আগামী দিনে। কার্পাস বয়ন শিল্পে যথেষ্ট অগ্রগতি ঘটবে। 

অন্যান্য ব্যাবস্থা

1. গবেষণা কেন্দ্র স্থাপন : কার্পাসজাত বস্ত্রের গুণমান তথা উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেমন—আমেদাবাদ টেক্সটাইল রিসার্চ ইন্ডাস্ট্রিস অ্যাসােসিয়েশন, মুম্বাই টেক্সটাইল রিসার্চ অ্যাসােসিয়েশন, সাউথ ইন্ডিয়া টেক্সটাইল রিসার্চ অ্যাসােসিয়েশন প্রভৃতি।

2. জাতীয় বয়ন নিগম গঠন : রুগণ কলগুলির পুনরুজ্জীবনের উদ্দেশ্যে জাতীয় বয়ন নিগম (National Textile Corporation) গঠন করা হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment