ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখাে

ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখাে Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণ 

ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অনেকগুলি কারণ আছে, যেমন— 

1. উচ্চ জন্মহার: উন্নত বা উন্নতিশীল অনেক দেশের তুলনায় ভারতে জন্মহার বেশি। শিক্ষা ও সচেতনতার অভাব, দারিদ্র্য, কুসংস্কার, ধর্মের প্রভাব, অল্প বয়সে বিবাহ প্রভৃতি বিভিন্ন কারণে ভারতে জন্মহার বেশি। 

2. মৃত্যুহার কমে যাওয়া: ভারতে জন্মহার দীর্ঘদিন থেকেই বেশি। কিন্তু বিগত কয়েক দশকে জনস্বাস্থ্যের উন্নতি ও আধুনিক চিকিৎসা পরিসেবার কল্যাণে মৃত্যুহার যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে। এ ছাড়া, পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার প্রভূত উন্নতির সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ, খরা, বন্যা, মহামারি ও অনাহারজনিত মৃত্যুর সংখ্যাও যথেষ্ট হ্রাস পেয়েছে। এইভাবে মৃত্যুহার কমে যাওয়ায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। 

3. অর্থনৈতিক কারণ: [i] কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা: ভারতের অর্ধাংশেরও বেশি কর্মী কৃষিকাজে নিযুক্ত আছে। কৃষিকাজে শ্রমিকের চাহিদা থাকায় জনসংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। [ii] দারিদ্র্য: ভারতের বেশিরভাগ মানুষ দরিদ্র এবং দরিদ্রতা নিবারণের উপায় হল সন্তানসংখ্যা বৃদ্ধি করা—এরূপ ভাবনাও জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করেছে। 

4. সামাজিক কারণ: বিভিন্ন কারণে ভারতীয় সমাজব্যবস্থায় পুত্রসন্তানের আকাঙ্ক্ষা এবং যৌথপরিবার প্রথা জনসংখ্যার দ্রুত বৃদ্ধিতে প্রভাব বিস্তার করেছে। 

5. বিপুল সংখ্যায় শরণার্থী আগমন: দেশবিভাগের পরবর্তী দশকগুলিতে প্রতিবেশী দেশগুলি থেকে বিপুল সংখ্যায় শরণার্থী ভারতে চলে আসায় এখানকার সীমান্তবর্তী রাজ্যগুলির জনসংখ্যা দ্রুতহারে বেড়েছে। 

7. জীবনযাত্রার মানােন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতি: বিগত কয়েক দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, শিল্পব্যবস্থার বিকাশ প্রভৃতি ভারতবাসীর জীবনযাত্রার মানােন্নয়নে কিছুটা সাহায্য করেছে। এর ফলে অপুষ্টিজনিত রােগব্যাধি তথা জীবনহানি হ্রাস পেয়েছে। এর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস অনেক ক্ষেত্রে জীবন ও ধনসম্পত্তির ক্ষয়ক্ষতি কমিয়ে পরােক্ষভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment