লােহা ও ইস্পাত কারখানা স্থাপনের জন্য কী ধরনের সুবিধার প্রয়ােজন? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
লােহা ও ইস্পাত কারখানা স্থাপনের জন্য প্রয়ােজনীয় সুবিধা: লােহা ও ইস্পাত কারখানা স্থাপনের জন্য যে যে সুবিধাগুলি থাকা প্রয়ােজন, তা হল —
1. খনি অঞ্চলের কাছাকাছি অবস্থান: লােহা ও ইস্পাত শিল্পের জন্য কাঁচামাল হিসেবে আকরিক লােহা, কয়লা, চুনাপাথর, ডলােমাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্যের প্রয়ােজন হয়। সেজন্য খনি অঞ্চলের কাছাকাছি কারখানাগুলি স্থাপন করা হয়।
2. নদী বা হ্রদের কাছাকাছি অবস্থান: এই শিল্পে প্রচুর পরিমাণ জলের প্রয়ােজন হয়। সেজন্য খনি অঞ্চলের কাছাকাছি কোনাে নদী বা হ্রদের কাছাকাছি স্থান এই শিল্পস্থাপনের পক্ষে আদর্শ।
3. বিদ্যুতের সুবিধা: পর্যাপ্ত বিদ্যুতের সুবিধাযুক্ত স্থান এই শিল্পস্থাপনের সহায়ক হয়।
4. দক্ষ শ্রমিক: ইস্পাত উৎপাদনে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়ােজন হয়। তাই সুলভে প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যায় এমন স্থানই শিল্পটি স্থাপনের পক্ষে আদর্শ।
5. উন্নত যােগাযোেগ ব্যবস্থা: কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানির জন্য উন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থাযুক্ত স্থান এই শিল্পস্থাপনের জন্য প্রয়ােজন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।