দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন?

দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন?

দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

দুর্গাপুরকে ভারতের রুর বলার কারণ : জার্মানির বিখ্যাত রাইন নদীর ডানতীরের একটি উপনদীর নাম রুর। রুর উপত্যকায় উন্নতমানের কয়লা পাওয়া যায়। এই কয়লাখনিকে কেন্দ্র করে রুর উপত্যকা ও তার নিকটবর্তী অঞ্চলে বড়াে বড়াে লােহা ও ইস্পাত, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য উৎপাদন প্রভৃতি কারখানা গড়ে উঠেছে। এই সমগ্র অঞ্চলটি রুর শিল্পাঞ্চল নামে খ্যাত। ভারতেও একইরকমভাবে দামােদর উপত্যকার নিকটবর্তী রানিগঞ্জ, অণ্ডাল, দিশেরগড় প্রভৃতি কয়লা খনিকে কেন্দ্র করে দুর্গাপুরে লােহা ও ইস্পাত, ভারী যন্ত্রপাতি নির্মাণ, রাসায়নিক সার প্রভৃতির কারখানা নির্মিত হয়েছে। এজন্য দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment