ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারী ইঞ্জিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণসমূহ: ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি হল —
1. কাচামাল: ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে কাঁচামাল হিসেবে সাধারণত ইস্পাত বেশি ব্যবহার করা হয়। এজন্য লােহা ও ইস্পাত কারখানার কাছাকাছি এলাকায় এই শিল্প গড়ে উঠতে পারে।
2. উন্নত পরিবহণ ব্যবস্থা: পরিবহণ ব্যবস্থা উন্নত হলে লােহা ও ইস্পাত কারখানা থেকে দূরবর্তী এলাকাতেও এই শিল্প গড়ে উঠতে দেখা যায়। এ ছাড়াও 3. বিদ্যুৎশক্তির সহজলভ্যতা, 4. উন্নত প্রযুক্তিবিদ্যার প্রাপ্তিযােগ্যতা, 5. উৎপাদিত সামগ্রী বাজারজাত করার সুযােগসুবিধা প্রভৃতি বিষয়ের সুবিধা থাকলে সেখানে এই শিল্প গড়ে ওঠে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।