দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী?

ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী? 

ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারী ইঞ্জিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণসমূহ: ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি হল —

1. কাচামাল: ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে কাঁচামাল হিসেবে সাধারণত ইস্পাত বেশি ব্যবহার করা হয়। এজন্য লােহা ও ইস্পাত কারখানার কাছাকাছি এলাকায় এই শিল্প গড়ে উঠতে পারে। 

2. উন্নত পরিবহণ ব্যবস্থা: পরিবহণ ব্যবস্থা উন্নত হলে লােহা ও ইস্পাত কারখানা থেকে দূরবর্তী এলাকাতেও এই শিল্প গড়ে উঠতে দেখা যায়। এ ছাড়াও 3. বিদ্যুৎশক্তির সহজলভ্যতা, 4. উন্নত প্রযুক্তিবিদ্যার প্রাপ্তিযােগ্যতা,  5. উৎপাদিত সামগ্রী বাজারজাত করার সুযােগসুবিধা প্রভৃতি বিষয়ের সুবিধা থাকলে সেখানে এই শিল্প গড়ে ওঠে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment