শিল্পস্থাপনে পরিবহণের ভূমিকা কতখানি? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
শিল্পস্থাপনে পরিবহণের ভূমিকা : উন্নত পরিবহণ ব্যবস্থা ছাড়া শিল্প গড়ে তােলা অসাধ্য ব্যাপার। শিল্পকেন্দ্রে কাঁচামাল, কারখানার যন্ত্রপাতি এবং শক্তিসম্পদ আনা, শ্রমিকদের যাতায়াত, শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানাে ইত্যাদির জন্য সুলভ এবং উন্নত পরিবহণ ব্যবস্থা থাকা জরুরি। যেখানে শিল্পের প্রয়ােজনীয় কাঁচামাল এবং শিল্পজাত দ্রব্য পরিবহণ করার খরচ সবচেয়ে কম, সেখানেই শিল্পস্থাপন করা সবচেয়ে লাভজনক। অনেকসময় দূরবর্তী দুটি স্থান থেকে কাঁচামাল মধ্যবর্তী কোনাে জায়গায় এনে সেখানে শিল্প গড়ে তােলা হয়। এতে পরিবহণ ব্যয় কম হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।