যােগাযােগ ব্যবস্থা বলতে কী বােঝ? আধুনিক যােগাযােগ ব্যবস্থার ধারণা দাও? Class 10 | Geography | 5 Marks‘
উত্তর:
যােগাযােগ ব্যবস্থা
লেখা, বলা অথবা অন্য কোনাে মাধ্যমের সাহায্যে সংবাদ বা তথ্য এবং ভাবের আদানপ্রদানকে এককথায় যােগাযােগ বলে। যােগাযােগ হল একটি প্রণালী বা সিস্টেম। এর তিনটি অংশ রয়েছে-
1. কাজ বা কাজের শুরুতে একাধিক জোগান বা ইনপুট, 2. কাজ সম্পন্ন করার জন্য নির্ভরযােগ্য মাধ্যম বা থুপুট এবং 3. কাজের শেষে ফলপ্রাপ্তি বা আউটপুট।
আধুনিক যােগাযােগ ব্যবস্থা
আধুনিক যােগাযােগ ব্যবস্থার অন্তর্গত মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে আলােচনা করা হল—
1. ডাকব্যবস্থা: এটি একটি প্রাচীন পদ্ধতি। চিনে খ্রিস্টপূর্ব 900 সালে এই ব্যবস্থা প্রথম চালু হয়। ভারতে 1766 সালে ডাক ব্যবস্থার শুরু হয়। বর্তমানে স্পিড পােস্ট, স্যাটেলাইট পােস্ট, এক্সপ্রেস পােস্ট, বিজনেস ও মিডিয়া পােস্ট প্রভৃতি ডাকব্যবস্থা চালু হয়েছে।
2. টেলিফোন : তারের সাহায্যে সংযুক্ত এই ব্যবস্থায় পৃথিবীর দুই প্রান্তের মানুষ কথপােকথনের মাধ্যমে যােগাযােগ রক্ষা করে। 1875 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল এই যন্ত্র আবিষ্কার করলেও ভারতের প্রথম টেলিফোন পরিসেবা কলকাতায় চালু হয় 1881-82 সালে
3. মােবাইল ফোন : উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মােবাইল ফোন বা সেল ফোনের সাহায্যে বিশ্বের যে-কোনাে প্রান্তের মানুষের সাথে যােগাযােগ করা যায়। মােবাইল ফোন থেকে SMS, MMS করা যায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মােবাইল ফোনের সাহায্যে যােগাযােগ করে।
4. ইনটারনেট: পৃথিবীর সকল কম্পিউটারকে সংযুক্ত করার ব্যবস্থাকে ইনটারনেট বা আন্তর্জাল বলে। এই ব্যবস্থায় পৃথিবীর যে-কোনাে বার্তা, চিঠিপত্র, তথ্য, সংবাদ খুব তাড়াতাড়ি পাঠানােযায় বা সংগ্রহ করা যায়। বর্তমানে ইনটারনেটকে ‘সব তথ্যের আধার বলে
5. ই-মেল: ইলেকট্রনিক পদ্ধতিতে কম্পিউটার থেকে পাঠানাে বার্তাকে ই-মেল বলে। ইনটারনেটের মাধ্যমে খুব কম খরচে যেকোনাে বার্তা খুব তাড়াতাড়ি পৃথিবীর যেকোনাে জায়গায় পাঠানাে যায়
6. অন্যান্য: টেলেক্স, টেলিফ্যাক্স, ভিডিয়াে কনফারেন্সিং, বেতার, সংবাদপত্র এবং আরও অন্যান্য মাধ্যমের সাহায্যে মানুষ মানুষের সাথে যােগাযােগ রক্ষা করে চলেছে। মূলত মহাকাশে পাঠানাে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই যােগাযােগ ব্যবস্থা মসৃণ হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।