ভারতের উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে কী জান?

ভারতের উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে কী জান?  Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভারতের ম্যানগ্রোভ অরণ্য

অবস্থান: গঙ্গার বদ্বীপে অবস্থিত সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম শানগ্রোভ বনভূমি অঞ্চল। এ ছাড়া, মহানদী, গােদাবরী, কৃয়া ও কাবেরীনদীর বদ্বীপ অঞল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও গুজরাতের কচ্ছ উপসাগরের তীরবর্তী অঞ্চলেও অল্প পরিমাণে এইপ্রকার বনভূমি দেখা যায়।।

বৈশিষ্ট্য: [i] জোয়ারের সময় প্লাবিত বনভূমির তলদেশের লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালাতে অসুবিধা হয় বলে গাছগুলির শিকড় জোয়ারের জলসীমার ওপরে উঠে আসে, এগুলিকে বলে শ্বাসমূল। [ii] জোয়ারভাটা এবং ঢেউয়ের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য গাছগুলির গােড়ার দিকে অনেক ঠেসমূল থাকে। [iii] এইসব অঞ্চলে অনবরত জোয়ারভাটা হয় বলে মাটি সবসময় ভিজে থাকে। মাটি থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় বলে গাছে সারাবছর পাতা থাকে। [iv] সেঁতসেঁতে পরিবেশে বেঁচে থাকতে হয় বলে গাছের কাণ্ডগুলি সুদৃঢ় হয়। [v] জোয়ারভাটা খেলে বলে গাছগুলিতে জরায়ুজ অঙ্কুরােদগম দেখা যায়। 

উদ্ভিদ: ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল, কেয়া, গােলপাতা প্রভৃতি গাছ বেশি দেখা যায়।

উপযােগিতা: [i] ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলির কাঠ খুব মূল্যবান। গােরুর গাড়ির চাকা, নৌকো, লাঙল, ঘরবাড়ির খুঁটি প্রভৃতি তৈরির জন্য এই কাঠ ব্যবহার করা হয়। [ii] এই অরণ্য থেকে প্রচুর পরিমাণে মধু, গােলপাতা প্রভৃতি সংগ্রহ করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment