হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল—ভৌগােলিক কারণ ব্যাখ্যা করাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল হওয়ার ভৌগােলিক কারণ: হিমালয় পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল বিরল এবং অতিবিরল জনবসতি অঞ্চলের অন্তর্গত। এখানকার গড় জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 100 জনেরও কম। এই অঞ্চলটি জনবিরল হওয়ার কারণগুলি হল—
1. উঁচুনীচু পর্বতময় ভূপ্রকৃতি: হিমালয় পার্বত্য অঞ্চলের বেশিরভাগ স্থানের ভূপ্রকৃতি পর্বতময় ও বন্ধুর। মানুষের পক্ষে এখানে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম গড়ে তােলা অসুবিধাজনক।
2. অনুর্বর মত্তিকা : এই অঞ্চলের বেশিরভাগ মৃত্তিকা অনুর্বর এবং অগভীর। তাই উন্নতমানের কৃষিকাজের পক্ষে উপযুক্ত নয়।
3. শীতল জলবায়: হিমালয় পার্বত্য অঞ্চলের শীতকালীন জলবায়ু জীবনধারণের পক্ষে সুবিধাজনক নয়।
অন্যান্য কারণ :
1. অরণ্যের অবস্থান: এই অঞ্চলের অনেকাংশই অরণ্যে ঢাকা থাকে। গভীর অরণ্য জীবনধারণ করার উপযুক্ত নয়।
2. অনুন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা: বন্ধুর ভূপ্রকৃতির জন্য এখানে পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা উন্নত নয়। পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য অঞ্চলটি জনবিরল হওয়া স্বাভাবিক।
3. শিল্পের কাঁচামাল ও শক্তিসম্পদের অভাব: অঞ্চলটি বনজ ও বিভিন্ন খনিজ সম্পদে পরিপূর্ণ। কিন্তু, প্রাকৃতিক প্রতিকুলতার কারণে ওই সম্পদগুলি সংগ্রহ করা যায় না। এ ছাড়া, অঞ্চলটিতে কৃষিকাজ বিশেষ না হওয়ায় কৃষিজ কাঁচামাল তেমন পাওয়া যায়। শক্তিসম্পদেরও অভাব থাকায় শিল্পের বিকাশও সম্ভব হয়নি। উল্লিখিত কারণগুলির জন্য হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।