ভারতকে কি জনাকীর্ণ দেশ বলা যায় ? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:- জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয় (চিন প্রথম)। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা 121 কোটিরও বেশি। ভারতে বাস করে বিশ্বের মােট জনসংখ্যার 17.5 শতাংশ লােক, অর্থাৎ প্রতি 6 জন বিশ্ববাসীর মধ্যে জন ভারতীয়। অথচ বিশ্বের মােট স্থলভাগের মাত্র 2.42 শতাংশ ভূমি ভারতের। এ থেকে বােঝা যায়, ভারতের জনসংখ্যা খুবই বেশি বা আমাদের দেশে জমির ওপর জনসংখ্যার চাপ অত্যধিক। প্রসঙ্গত উল্লেখ করা যায়, যদিও চিনের জনসংখ্যা (2011 সালে) প্রায় 134 কোটি, অর্থাৎ ভারতের তুলনায় 13 কোটি বেশি কিন্তু আয়তনে চিন ভারতের প্রায় তিনগুণ। ভারতে যে কেবল মােট জনসংখ্যা বেশি তা নয়, ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারও খুব বেশি (1.764%), যেখানে চিনের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র 0.54 শতাংশ। শুধু 2001 থেকে 2011—এই দশ বছরেই ভারতের। জনসংখ্যা বেড়েছে 18 কোটিরও বেশি অর্থাৎ প্রতিবছর 1 কোটি 80 লক্ষেরও বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এ থেকে নিশ্চিতভাবে বলা যায়, ভারতে জমির ওপর জনসংখ্যার চাপ খুবই বেশি এবং ভারত প্রকৃতই জনাকীর্ণ দেশ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।