ভারতে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রধান সমস্যাগুলি কী কী? 

ভারতে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রধান সমস্যাগুলি কী কী?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রধান সমস্যা: ভারতে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রধান সমস্যাগুলি হল— 

1. খাদ্যদ্রব্যের অধিক মূল্য: ভারতে যেভাবে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে সেভাবে খাদ্য উৎপাদন বাড়ছে না। তাই ভারতে খাদ্যদ্রব্যের। ক্রমবর্ধমান মূল্য এদেশের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

2. বসবাসের সমস্যা: অধিক জনসংখ্যা এদেশে তীব্র আবাসন সমস্যার সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য শহর-নগরে বসবাসের ব্যবস্থা করা খুবই ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে। 

3. বেকারত্ব: অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত মানুষের সংখ্যা যত বাড়ছে, দেশে ততই বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে। আমাদের দেশে কর্মহীনতা একটি বিরাট সমস্যা।

4. চিকিৎসার সমস্যা: জনসংখ্যা বৃদ্ধির কারণে ভারতে সকলের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। 

অন্যান্য সমস্যা :

1. দারিদ্র্য: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে সম্পদের পরিমাণ বৃদ্ধি ঠিকমতাে না হলে দরিদ্রতা বাড়ে। 

2. পরিবেশদূষণ: ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়ােজনীয় জ্বালানি কাঠ-সহ অন্যান্য কাঠের চাহিদা পূরণে নির্বিচারে বৃক্ষচ্ছেদন, কৃষিজমির পরিমাণ ও ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈজ্ঞানিকভাবে ভূমির ব্যবহার, যথেচ্ছভাবে জলের ব্যবহার তথা অপব্যবহার ইত্যাদি কারণে ভারতে পরিবেশদূষণ এক গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment