ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথের গুরুত্ব কতখানি ? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথের গুরত্ব : ভারতের মতাে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নতিতে সড়কপথের গুরুত্ব খুব বেশি সেগুলি হল—
1. গ্রামীণ উন্নতিতে: ভারতের শতকরা 69 শতাংশ মানুষ গ্রামে বাস করে। কৃষিজ ফসল বিক্রয় এবং শহর থেকে সার, কীটনাশক, কৃষিযন্ত্রপাতি প্রভৃতি কৃষিক্ষেত্রে আনা ও অন্যান্য বাণিজ্যিক কারণে সড়কপথের গুরুত্ব খুব বেশি।
2. কাঁচামাল সংগ্রহ: গ্রাম থেকে কৃষিজ কাঁচামাল শিল্পকেন্দ্রে নিয়ে আসা বা খনি থেকে কয়লা এবং খনিজ পদার্থ শিল্পকেন্দ্রে পাঠানাের ব্যবস্থা সড়কপথের মাধ্যমেই ভালাে হয়। যেমন — রানীগঞ্জ আসানসােল থেকে জাতীয় সড়কপথে কয়লা হুগলি শিল্পাঞ্চলে এসে পৌঁছায়।
3. পাবর্ত্য অঞ্চলে উন্নতির জন্য : উত্তর ভারত, উত্তর-পূর্ব ভারত বা দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলে যেখানে রেল পরিবহণ উন্নত নয় সেখানে সড়কপথ পরিবহণের মাধ্যমেই আঞ্চলিক উন্নয়ন সম্ভব। তাই ওইসব অঞ্চলে সড়কপথে গুরুত্ব খুব বেশি।
4. নির্মাণ ব্যয় কম: রেলপথের তুলনায় সড়কপথের নির্মাণ ব্যয় কম। তাই ভারতের মতাে দেশে সড়কপথের বিকাশ হলে অর্থনীতির ওপর কম চাপ পড়ে।
অন্যান্য গুরুত্ব :
1. সীমান্তরক্ষা: উত্তর ও উত্তর-পূর্ব ভারতের সীমান্ত অঞ্চলগুলি খুবই দুর্গম। ওইসব স্থানে রেলপথ নির্মাণ ব্যয়সাধ্য ও কষ্টকর। তাই সেই সমস্ত অঞ্চলে সড়কপথই একমাত্র ভরসা। সুতরাং দেশ রক্ষার প্রয়ােজনে সড়কপথের গুরুত্ব সীমাহীন।
2. ছােটো শিল্পকেন্দ্রের সাথে সংযােগ: ভারতের বড়াে শিল্পকেন্দ্রগুলি রেলপথের দ্বারা যুক্ত। কিন্তুু দেশে অসংখ্য ছােটো শিল্পকেন্দ্র রয়েছে যেগুলিতে পণ্য পরিবহণের জন্য সড়কপথই ভরসা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।