মনােযােগ কাকে বলে । মনোযােগের প্রকৃতি বা স্বরূপ আলােচনা করাে ।

মনােযােগ কাকে বলে? মনোযােগের প্রকৃতি বা স্বরূপ আলােচনা করাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

মনোযােগ

অবয়ববাদী মনােবিদদের মতে, চেতনার কেন্দ্রীভূতকরণই হল মনােযােগ। আধুনিক মনােবিদদের মতে, কোনাে বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানলাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার দৈহিক-মানসিক প্রক্রিয়াকে মনােযােগ বলে। তত্ত্ব প্রক্রিয়াকরণ তত্ত্বানুযায়ী মনােযােগ হল শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। 

মনােযােগের প্রকৃতি বা স্বরুপ 

মনােযােগ হল শিখনের একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। যে-কোনাে ধরনের শিখনের ক্ষেত্রে মনােযােগের প্রয়ােজন হয়। মনােযােগের স্বরূপ বা প্রকৃতি নীচে আলােচনা করা হল –

[1] সংরক্ষণ বা ধারণ: মনােযােগ হল সংরক্ষণের বা ধারণের একটি গুরুত্বপূর্ণ শর্ত। আমরা যে বিষয়ের প্রতি মনােযােগ দিই, সেই বিষয়টি আমাদের মনের গভীরে রেখাপাত করে। অন্যান্য সব শর্ত সঠিক অবস্থায় থাকা সত্ত্বেও কেবলমাত্র যথাযথভাবে মনােযােগ না দেওয়ার ফলে আমরা অনেক বিষয়ই মনের মধ্যে ধারণ করতে বা সংরক্ষণ করতে পারি না। 

[2] ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া: মনােযােগ একটি ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়াটিকে একটি বিশেষ দিকে চালিত করতে হয়। 

[3] নির্বাচনধর্মী প্রক্রিয়া: মনােযােগ নির্বাচনধর্মী প্রক্রিয়া আমাদের চারপাশে অনেক কিছু ছড়িয়ে আছে। আমরা তাদের মধ্যে থেকে একটিকে নির্বাচন করে মনােযােগী হই। 

[4] ক্ষেত্র সীমিত ও সংকীর্ণ: মনােযােগের ক্ষেত্র খুব সীমিত এবং সংকীর্ণ, কারণ একই সময়ে মাত্র একটি বিষয়ে মনােযােগ দেওয়া যায়। 

[5] অস্থির ও সঞ্চারণশীল: মনােযােগ হল অস্থির ও সঞ্চারণশীল। মনােযােগ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়। 

[6] দৈহিক পরিবর্তন: মনােযােগের সময় দৈহিক পরিবর্তন ঘটে। আমরা যার প্রতি মনােযােগী হই, সেই দিকে আমাদের দৃষ্টি ও শ্রবণ আকৃষ্ট হয়। 

[7] নির্ধারকবিশিষ্ট: সাধারণভাবে মনােযােগের দু-ধরনের নির্ধারক আছে—বস্তুগত ও ব্যক্তিগত। বস্তুগত নির্ধারকে মনােযােগের কারণ বস্তুর মধ্যে নিহিত থাকে, যেমন—বস্তুর আকার, অভিনবত্ব ইত্যাদি। ব্যক্তিগত নির্ধারকগুলি ব্যক্তির মধ্যেই অবস্থান করে, যেমন—আগ্রহ, চাহিদা, প্রেষণা ইত্যাদি।

[8] দ্বিস্তরবিশিষ্ট: মনােযােগের দুটি স্তর আছে— কেন্দ্রীয় স্তর এবং প্রান্তীয় স্তর। মনােযােগ কেন্দ্রীয় থেকে প্রান্তীয় স্তরে যায় আবার প্রান্তীয় থেকে কেন্দ্রীয় স্তরে আসে। 

কোনাে কিছু জানতে গেলে, করতে গেলে বা অনুভব করতে হলে মনােযােগের প্রয়ােজন হয়। তাই কোনাে কোনাে মনােবিদ মনােযােগকে “সচেতন প্রক্রিয়ার হৃদয়রুপ” হিসেবে ব্যাখ্যা করেছেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment