জাতীয় সড়কের গুরুত্ব কতখানি? 

জাতীয় সড়কের গুরুত্ব কতখানি?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

জাতীয় সড়কের গুরুত্ব : বর্তমানে ভারতের জাতীয় সড়কের মােট দৈর্ঘ্য প্রায় 1,15,435 কিমি। ভারতে এই জাতীয় সড়কপথের গুরুত্ব সীমাহীন –

1. সংযােগ রক্ষা: জাতীয় সড়কগুলি বিভিন্ন রাজ্যের মধ্যে সংযােগ রক্ষা করে। 

2. সর্বাধিক পণ্য পরিবহণ: জাতীয় সড়কগুলির মােট দৈর্ঘ্য ভারতের মােট সড়কপথের মাত্র 2.7 শতাংশ হলেও ভারতের সড়কপথে পরিবহণের প্রায় 40 শতাংশ জাতীয় সড়কগুলি বহন করে। জাতীয় সড়কে প্রতি বছর গড়ে 10 শতাংশ হারে গাড়ি চলাচল বাড়ছে। 

3. পণ্যের সুষম বণ্টন: এই জাতীয় সড়কপথের মাধ্যমেই দেশের এক প্রান্তের উদ্বৃত্ত পণ্য অন্য প্রান্তে বা দেশের কোণে কোণে পৌঁছে দেওয়া যায়।

4. খনিজ দ্রব্য প্রেরণ: জাতীয় সড়কপথের জন্যই ভারতের মাত্র কয়েকটি অঞ্চল থেকে আহরিত খনিজ দ্রব্য দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা শিল্পকেন্দ্রগুলিতে সহজেই পাঠানাে যায়।
5. আমদানিরপ্তানি: বিভিন্ন বন্দরের মধ্যে সংযােগ রক্ষা করে জাতীয় সড়কপথগুলি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে। প্রকৃতপক্ষে পণ্য এবং যানবাহন চলাচলে জাতীয় সড়কের গুরুত্ব খুব বেশি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment