ভারতীয় রেলপথকে কী কী আঞ্চলিক ভাগে ভাগ করা হয়েছে? 

ভারতীয় রেলপথকে কী কী আঞ্চলিক ভাগে ভাগ করা হয়েছে?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতীয় রেলপথের আঞ্চলিক বিভাগ: পরিচালনার সুবিধার জন্য ভারতীয় রেলপথকে 17 টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে 9 টি রেলপথব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় রেলের এই আঞ্চলিক বিভাগ ও সদর দফতরগুলি হল— 1. পূর্ব রেলপথ (কলকাতা), 2. দক্ষিণ-পূর্ব রেলপথ (কলকাতা), 3. উত্তর-পূর্ব রেলপথ (গােরক্ষপুর), 4. উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ (মালিগাঁও), 5. পশ্চিম রেলপথ (চার্চগেট, মুম্বাই), 6. উত্তর রেলপথ (নতুন দিল্লি), 7. দক্ষিণ রেলপথ (চেন্নাই), 8. মধ্য রেলপথ (ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনা, মুম্বাই), 9. দক্ষিণ-মধ্য রেলপথ (সেকেন্দ্রাবাদ), 10. পূর্ব-মধ্য রেলপথ (হাজিপুর), 11. পূর্ব উপকূলীয় রেলপথ (ভুবনেশ্বর), 12. উত্তর-মধ্য রেলপথ (এলাহাবাদ), 13. উত্তর-পশ্চিম রেলপথ (জয়পুর), 14. দক্ষিণ-পূর্ব-মধ্য রেলপথ (বিলাসপুর), 15. দক্ষিণ-পশ্চিম রেলপথ (হুবলি), 16. পশ্চিম-মধ্য রেলপথ (জবলপুর), 17. কোঙ্কণ রেলপথ (নবি মুম্বাই)।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment