ভারতীয় রেলপথের সমস্যাগুলি কী কী? 

ভারতীয় রেলপথের সমস্যাগুলি কী কী?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতীয় রেলপথের সমস্যা : ভারতীয় রেল দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ সাহায্য করলেও, এর কতকগুলি সমস্যা রয়েছে —

1.সময়সাপেক্ষ পরিবহণ: ভারতীয় রেলপথের বেশিরভাগটাই নির্মিত হয়েছে বহু বছর আগে, তাই তা যথেষ্ট দুর্বল। এই ধরনের রেলপথে পণ্য এবং যাত্রী পরিবহণে অহেতুক সময় লাগে এবং এতে পরিবহণ ব্যয়ও বেড়ে যায়।

2. উন্নত প্রযুক্তির অভাব: ভারতীয় রেল এখনও সেভাবে আধুনিক হয়ে ওঠেনি। উন্নত সিগনালিং ব্যবস্থা, মুখােমুখি সংঘর্ষ এড়ানাের প্রযুক্তি ইত্যাদির অভাব রয়েছে। 

3. ওয়াগনের অভাব: পণ্য পরিবহণে প্রয়ােজনমতাে সবসময় ওয়াগন পাওয়া যায় না। এতে ব্যবসায়ীরা পণ্য পরিবহণের জন্য রেলপথ ছেড়ে সড়কপথকে বেছে নিচ্ছেন। 

4. যাত্রী সুরক্ষার অভাব: রেল দুর্ঘটনা, ট্রেনে ছিনতাই, ডাকাতি জীবনহানি ইত্যাদি ঘটনা প্রমাণ করে যে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষারও যথেষ্ট অভাব রয়েছে। 

5. রেলকর্মীর সংখ্যা কম: ভারতীয় রেল বর্তমানে প্রয়ােজনীয় কর্মীর অভাবে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। যেমন—একই ড্রাইভার ও প্রযুক্তিবিদদের বেশি সময় ধরে পরিশ্রম করানােয় তাদের কর্মদক্ষতা হ্রাস পাচ্ছে এবং মনােবলেও ঘাটতি দেখা দিচ্ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment