ভারতে বিমানপথের গুরুত্ব কতখানি? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতে বিমানপথের গুরুত্ব : বিমানপথের গুরুত্ব সীমাহীন, যেমন—
1. যাত্রী পরিবহণ: ভারতে যাত্রীদের দ্রুততম পরিবহণের মাধ্যম এই বিমানপথ। এর সাহায্যে যাত্রীরা অতিদ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যান।
2. পণ্য পরিবহণ: হালকা এবং দামি পণ্য বিমানপথের মাধ্যমে দ্রুত পরিবাহিত হয়। তবে ভারী এবং কম দামি দ্রব্য আকাশপথে পরিবাহিত হয় না।
3. বৈদেশিক বাণিজ্য: দামি এবং হালকা দ্রব্য, পচনশীল দ্রব্য রপ্তানি বা আমদানি করতে বিমানপথের জুড়ি মেলা ভার। এ ছাড়া, বিদেশে যেতে গেলে অবশ্যই বিমানপথের সুবিধা নিতে হয়।
4. ত্রাণ পরিবহণ: দুর্গম অঞ্চলে ত্রাণ পাঠানাে, থান জরিপ, দ্রুত উদ্ধার বা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বিমানপথের গুরুত্ব অপরিসীম।
5. প্রতিরক্ষা: ভারতের সুদীর্ঘ সীমান্তবর্তী অঞ্চলে দিনরাত নজরদারি, সীমান্তে সেনা পাঠানাে, রসদ পাঠানাে বা যুদ্ধ করার জন্যও বিমানপথের প্রয়ােজন খুব বেশি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।