ভারতের কয়েকটি পাতালরেলের পরিচয় দাও। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতের পাতালরেল : ভারতের কয়েকটি পাতালরেল হল—
1. কলকাতা মেট্রোরেল: 1984 সালে কলকাতাতেই ভারতের মধ্যে প্রথম মেট্রোরেল চালু হয়। বর্তমানে নােয়াপাড়া থেকে গড়িয়ার কাছে কবি সুভাষ পর্যন্ত 27 কিমি পথে এই মেট্রোরেল চলাচল করে। এই রেলপথে 24টি স্টেশন রয়েছে এবং প্রতিদিন প্রায় 7 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করে।
2. দিল্লি মেট্রোরেল: 2002 সালে 24 ডিসেম্বর থেকে এই পথ চালু হয়। এই রেলে 236টি স্টেশন রয়েছে। এই রেলের দৈর্ঘ্য 327 কিমি। 2018 সালের ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন দিল্লি মেট্রো প্রায় 27 লক্ষ যাত্রী বহন করেছিল।
3. বেঙ্গালুরু মেট্রোরেল: স্থানীয়ভাবে এই রেলকে নাম্মা (Namma) মেট্রো বলে। 2011 সালের 20 অক্টোবর এই রেল চালু হয়। প্রথম পর্যায়ে বেঙ্গালুরু মেট্রোরেল 42.3 কিমি দীর্ঘ পথে প্রতিদিন প্রায় 4 লক্ষ (2018) যাত্রী পরিবহণ করে।
এ ছাড়া, জয়পুর, গুরগাঁও, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ ও কোচি শহরেও মেট্রো পরিসেবা চালু হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।