যােগাযােগের মাধ্যম হিসেবে মােবাইল ফোনের গুরুত্ব কতখানি? 

যােগাযােগের মাধ্যম হিসেবে মােবাইল ফোনের গুরুত্ব কতখানি?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

যােগাযােগের মাধ্যম হিসেবে মােবাইল ফোনের গুরুত্ব : আধুনিক যােগাযােগ ব্যবস্থার মাধ্যম হিসেবে মােবাইল ফোনের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ— 

1. সহজে বহনযােগ্য: এই তারহীন ফোন মানুষ সর্বত্র বহন করতে পারে। তাই এর গুরুত্ব খুব বেশি। 

2. যােগাযােগে সুবিধা: মােবাইল ফোনের মাধ্যমে যে-কোনাে সময় এবং প্রায় যে-কোনাে স্থান থেকে কথা বলা বা যােগাযােগ করা যায়। 

3. মােবাইল ব্যাংকিং ও তথ্যের আদানপ্রদান: মােবাইল ফোনের। মাধ্যমে মােবাইল ব্যাংকিং, রেলের টিকিট কাটা, ছবি এবং তথ্যের আদানপ্রদান করা হয়। 

3. ইনটারনেট সংযােগ: মােবাইল ফোনের মাধ্যমে ইনটারনেট সংযােগ রাখা যায়। এতে যে-কোনাে মুহূর্তে যে-কোনাে তথ্যকে হস্তগত করা সম্ভব। 

4. অবস্থান নির্ণয়: মােবাইল ফোন ব্যবহার করে পৃথিবীপৃষ্ঠে নিজের অবস্থান দেখে নেওয়া যায়। একে GPS বলে। 

5. সহজ ব্যক্তিগত যােগাযােগ: বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পরিচিতদের সাথে গল্প, আলাপ-আলােচনা, ইত্যাদি করার জন্য মােবাইলে SMS, হােয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করা যায়। এতে এর ব্যবহারযােগ্যতা আরও বেড়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment