ইনটারনেট কী? এর ব্যাবহারিক গুরুত্ব কতখানি?

ইনটারনেট কী? এর ব্যাবহারিক গুরুত্ব কতখানি?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

সংজ্ঞা : সমগ্র পৃথিবীর কম্পিউটার, ল্যাপটপ, পামটপ, মােবাইল ফোন যে ব্যবস্থাপনার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, তাকে ইনটারনেট বা আন্তর্জাল বলে। 

ইনটারনেটের ব্যাবহারিক গুরত্ব: ইনটারনেটের মাধ্যমে —

1. তথ্যের দুত আদানপ্রদান : পৃথিবীর যে-কোনাে প্রান্ত থেকে অতি দ্রুত তথ্যের আদানপ্রদান করা যায়।

2. বহুরকম ব্যবহার : এর মাধ্যমে নেট ব্যাংকিং, ইমেল, চ্যাটিং, তথ্য সংগ্রহ, প্রেরণ, তথ্য অনুসন্ধান প্রভৃতি কাজ করা যায়। 

3. দূরশিক্ষা: দুরশিক্ষা, টেলিমেডিসিন ইনটারনেটের মাধ্যমে সম্ভব।

4. বিভিন্ন সােশ্যাল নেটওয়ার্ক : এই মুহূর্তে বিশ্বের প্রায় সব দেশের মানুষই ইনটারনেটের মাধ্যমে ফেসবুক, টুইটার, হােয়াটসঅ্যাপ, গুগল প্লাস, ইনস্টাগ্রাম প্রভৃতি সােশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে। এতসব সুবিধার জন্য বর্তমান ইনটারনেটের গুরুত্ব সীমাহীন। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment