জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলার কারণ : বর্তমানে যত ধরনের পরিবহণ ব্যবস্থা (সড়কপথ, রেলপথ, জলপথ, আকাশপথ বা বিমানপথ, নলপথ ও রজ্জুপথ) প্রচলিত আছে, সেগুলির মধ্যে জলপথের গুরুত্ব অপরিসীম। এর কারণগুলি হল—
1. সুলভ এবং অবাধ পরিবহণ: জলপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে কোনাে ব্যয় হয় না। তাই জলপথ অত্যন্ত সুলভ। আবার, জলপথে কোনাে অবরােধ ও যানজট থাকে না বলে যাতায়াতে কোনাে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না। তাই জলপথে অবাধে চলাচল করা যায়।
2. যাত্রী ও পণ্য পরিবহণ: জলপথে একাধারে যাত্রী ও পণ্য পরিবাহিত হয় বলে বন্দরকে কেন্দ্র করে একইসঙ্গে শিল্প ও শহর। গড়ে উঠতে দেখা যায়।
3. বৃহদায়তন ও ভারী পণ্য পরিবহণ: বিপুল পরিমাণে খনিজ তেল, আকরিক লােহা, কয়লা, ইস্পাত, রেলইঞ্জিন, ট্রাক, মােটরগাড়ি প্রভৃতি নিয়ে বিশালাকৃতি জাহাজগুলি জলপথে চলাচল করে।
জলপথের এতসব সুবিধার জন্য বর্তমানে দেশে-বিদেশে বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় জলপথ। আর এজন্যই জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয়।
অন্যান্য কারণ :
1. বাণিজ্যের বিকাশ : প্রধানত জলপথেই সুলভে বিভিন্ন দেশের মধ্যে পণ্য দ্রব্য আমদানি রপ্তানি তথা বাণিজ্যিক আদানপ্রদান হয়।
2. অভ্যন্তরীণ পরিবহণ: ভারতের মতাে নদীমাতৃক দেশে অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থাতেও জলপথের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Nice 👍