Class 12 Class 12 Education অনুবর্তন বলতে কী বােঝ ? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করাে ।

অনুবর্তন বলতে কী বােঝ ? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করাে ।

অনুবর্তন বলতে কী বােঝ ? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করাে । অনুবর্তনমূলক শিখনের একটি পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করাে।
অথবা, প্যাভলভীয় অনুবর্তনের পরীক্ষাটি লেখাে।
অথবা, অনুবর্তন কাকে বলে? প্যাভলভের অনুবর্তন শিখন কৌশলটি বর্ণনা করাে। Class 12 | Education (শিক্ষার কৌশল) | 8 Marks

উত্তর:-

অনুবর্তন 

প্রত্যেক প্রাণীর কয়েকটি বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে। যেমন—খাদ্যের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালাক্ষরণ। যদি কোনাে নিরপেক্ষ উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপিত করা হয়, তবে একসময় দেখা যাবে ওই স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়ার সাথে ওই নিরপেক্ষ উদ্দীপকের (গৌণ উদ্দীপক) সংযােগ স্থাপিত হয়েছে ও নিরপেক্ষ উদ্দীপকটি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানাের শক্তি লাভ করেছে। নিরপেক্ষ উদ্দীপকটিকে উপস্থাপন করা মাত্রই স্বাভাবিক প্রতিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এইরূপ ঘটনাকে অনুবর্তন প্রক্রিয়া বলে। যেমন, কোনাে প্রাণীকে খাবার দেওয়ার আগে যদি ঘণ্টাধ্বনি শােনানাে হয় ও কাজটি যদি কয়েকবার করা যায়, তাহলে খাবারের পরিবর্তে ঘণ্টাধবনি শােনামাত্র ওই প্রাণীর লালক্ষরণ ঘটে। এই প্রক্রিয়া অর্থাৎ ঘণ্টাধবনি শােনামাত্রই লালাক্ষরণ অনুবর্তন প্রক্রিয়া। 

অনুবর্তনের শ্রেণিবিভাগ

অনুবর্তনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—[1] প্রাচীন অনুবর্তন ও [2] সক্রিয় অনুবর্তন।

[1] প্রাচীন অনুবর্তন: রাশিয়ার শারীরতত্ত্ববিশারদ আইভান প্যাভলভ 1904 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি উল্লেখ করেন। পরীক্ষানিরীক্ষার পর প্যাভলভ দেখান যে, স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি অন্য উদ্দীপক যুক্ত হয় এবং এটি যদি একাধিকবার ঘটে, তাহলে স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যুক্ত বা গৌণ উদ্দীপকও সেই একই প্রতিক্রিয়া সৃষ্টি করে। গৌণ বা কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের দ্বারা প্রাণীর স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টির এই প্রক্রিয়াকে প্রাচীন অনুবর্তন বলা হয়। 

[2] সক্রিয় অনুবর্তন: মনােবিদ বি এফ স্কিনার সক্রিয় অনুবর্তন প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন। সক্রিয় অনুবর্তন হল শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার সম্ভাব্যতা বাড়ানাে। সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়ার পরে শক্তিদায়ী উদ্দীপক আসে, প্রতিক্রিয়ার আগে নয়। 

প্যাভলভীয় অনুবর্তনের পরীক্ষা

রুশ শারীরতত্ত্ববিশারদ আইভান প্যাভলভ প্রবর্তিত অনুবর্তন প্রক্রিয়াটি প্রাচীন অনুবর্তন বা প্রাচীন সাপেক্ষীকরণ নামে পরিচিত। প্যাভলভের অনুবর্তন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার মধ্যে কুকুরের লালাক্ষরণ পরীক্ষাটি উল্লেখযোগ্য। একটি ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাবার দেওয়া হলে দেখা যায়, কুকুরটির মুখ থেকে লালাক্ষরণ হচ্ছে। লালাক্ষরণ উদ্দীপক খাদ্যবস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া। প্যাভলভ লালাক্ষরণের পরিমাপের ব্যবস্থাও করেছিলেন। এরপর প্রতিদিন তিনি পরীক্ষামূলকভাবে কুকুরের সামনে খাবার দেওয়ার আগে ঘণ্টা বাজানাের ব্যবস্থা করেন এবং ঘণ্টার শব্দ মিলিয়ে যাওয়ার আগেই খাবার দেওয়া হয়। কিছুদিন পর তিনি লক্ষ করেন, খাবার দেওয়ার আগে ঘণ্টাধ্বনি শােনাতেই কুকুরটির লালাক্ষরণ শুরু হচ্ছে। ঘণ্টাধ্বনির সঙ্গে লালাক্ষরণের স্বাভাবিক কোনাে সম্পর্ক নেই, ঘণ্টাধ্বনির স্বাভাবিক প্রতিক্রিয়া হল সজাগভাব। তাই প্রথম প্রথম ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে সজাগভাবই দেখা যেত। কিন্তু ওই পরীক্ষাটি বারবার করার ফলে ঘণ্টাধ্বনি স্বাভাবিক উদ্দীপক খাদ্যবস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ ঘটায়। একেই প্যাভলভ অনুবর্তন প্রতিক্রিয়া বলেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “অনুবর্তন বলতে কী বােঝ ? অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করাে ।”

Leave a Comment

error: Content is protected !!