Class 12 Class 12 Education স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী ? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো।

স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী ? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো।

স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী ? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। Class 12 | Education (শিক্ষার কৌশল) | 8 Marks

উত্তর:-

স্কিনারের মতে আচরণের প্রকারভেদ 

স্কিনারের মতে, আচরণ দু রকমের, i. রেসপন্ডেন্ট এবং ii. অপারেন্ট। যেসব আচরণে নির্দিষ্ট উদ্দীপক আছে (যেমন—লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলাে ইত্যাদি) সেগুলিকে রেসপন্ডেন্ট-জাতীয় আচরণের অন্তর্ভুক্ত করা হয়। আর যেসব আচরণের নির্দিষ্ট কোনাে উদ্দীপক নেই, যে-কোনাে উদ্দীপকের সঙ্গে ওই আচরণ ঘটানাে যেতে পারে, তা অপারেন্টজাতীয় আচরণের অন্তর্ভূক্ত। যেমন—কোনাে শিক্ষার্থী যদি বানান ভুল কমাতে পারে তাহলে তাকে চকোলেট দেওয়া। এ ছাড়া চাহিদা, বেদনাদায়ক অনুভূতি, আনন্দদায়ক অনুভূতি প্রভৃতি অধিকাংশ ইচ্ছাসাপেক্ষ আচরণ অপারেন্ট-জাতীয়। স্কিনার প্রধানত অপারেন্ট জাতীয় আচরণের ওপর গবেষণা করেছিলেন, যেখানে প্যাভলভ করেছিলেন রেসপন্ডেন্ট-জাতীয় আচরণের ওপর। 

সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের পরীক্ষা 

সক্রিয় অনুবর্তনের ওপর পরীক্ষা করার জন্য স্কিনার একটি বিশেষ বাক্স ব্যবহার করেন যা ‘Skinner Box’ নামে পরিচিত। এই বাক্সে একটি ট্রে আছে। ট্রেটি একটি যন্ত্রের দ্বারা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একটি বােতামের ওপর চাপ দিলেই ট্রেতে খাবার চলে আসে। স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে তাঁর তৈরি বাক্সের মধ্যে প্রবেশ করান। পরীক্ষার সঙ্গে ইঁদুরটিকে পরিচিত করানাের জন্য প্রথমে ট্রে-তে খাবার রাখা হয়। স্বাভাবিকভাবেই ইঁদুরটি বাক্সে থাকাকালীন সময়ে বােতামে চাপ দিয়ে খাবার আনা হয়। প্রথম পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরকে ট্রের মধ্যে খাদ্য থাকা সম্পর্কে পরিচিত করানাে। আর দ্বিতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরটিকে স্কিনারের পরীক্ষা সম্পর্কে পরিচিত করানাে। এরপর ইদুরটিকে পুনরায় বাক্সে প্রবেশ করানাে হয়। ইঁদুরটি ট্রের দিকে ছুটে যায় খাবারের আশায় কিন্তু খাবার না পাওয়ায় নানারকম সঞ্চালনমূলক আচরণ করতে থাকে। হঠাৎ ইঁদুরটি বাক্সের মধ্যে অবস্থিত বােতামে চাপ দেওয়ার ফলে ট্রে-তে খাবার এসে পড়ে। এই পরীক্ষা বারবার চালানাের পর দেখা যায় ইঁদুরটিকে বাক্সের মধ্যে রাখামাত্র সে সােজা বােতামের কাছে গিয়ে বােতামে চাপ দিয়ে ট্রে-তে খাবার নিয়ে আসে। অর্থাৎ, এই প্রক্রিয়ায় শক্তিদায়ী উদ্দীপক খাদ্য বােতামে চাপ দেওয়ার প্রতিক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি করেছে। এইভাবে বােতামে চাপ দেওয়া এবং খাবার পাওয়ার মধ্যে অনুবর্তন ঘটে। এই অনুবর্তনে ইঁদুরের (এখানে শিক্ষার্থী) সক্রিয়তা একান্তভাবে প্রয়ােজন বলে একে সক্রিয় অনুবর্তন বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!