রাশিবিজ্ঞান বলতে কী বােঝ? শিক্ষাগত রাশিবিজ্ঞান কাকে বলে? শিক্ষা-রাশিবিজ্ঞানের উপযােগিতাগুলি লেখাে।

রাশিবিজ্ঞান বলতে কী বােঝ? শিক্ষাগত রাশিবিজ্ঞান কাকে বলে? শিক্ষা-রাশিবিজ্ঞানের উপযােগিতাগুলি লেখাে। Class 12 | Education | 8 Marks

উত্তর:

রাশিবিজ্ঞান

রাশিবিজ্ঞান হল এমন এক বিজ্ঞান যার সাহায্যে তথ্যগুলিকে সংগ্রহ করা। যায়, সারণিপত্র তৈরি করা যায়, সেগুলিকে সুবিন্যস্ত করা যায় ও সেগুলির তাৎপর্যও নির্ণয় করা যায়। 

শিক্ষাগত রাশিবিজ্ঞান

যে রাশিবিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিকে ব্যবহৃত হয়ে শিক্ষা প্রক্রিয়াকে কার্যকরী এবং উন্নত করে তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে। 

শিক্ষা বাণিবিজ্ঞানের উপযােগিতা

 শিক্ষা রাশিবিজ্ঞানের উপযােগিতাগুলি নিম্নরূপ

[1] শিক্ষামূলক তথ্যের প্রকাশ : রাশিবিজ্ঞানের সাহায্যে প্রাপ্ত শিক্ষামূলক

তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীর প্রকৃত গুণ সহজভাবে প্রকাশ করা যায়। তথ্যের সংক্ষিপ্তকরণ, সুবিন্যাস ও অর্থপূর্ণ সিদ্ধান্ত গঠনের জন্য রাশিবিজ্ঞান অত্যন্ত প্রয়ােজনীয়। [

2] শিক্ষামূলক তথ্যের নির্ভরযােগ্য বিশ্লেষণ: রাশিবিজ্ঞানের জ্ঞান শিক্ষামূলক তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়ােগ করলে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট স্থায়িত্ব লাভ করে এবং সিদ্ধান্ত অপেক্ষাকৃত নির্ভুল ও নির্ভরযােগ্য হয়। 

[3] শিক্ষামূলক তথ্যের তাৎপর্য নির্ণয়: শিক্ষামূলক তথ্যকে ব্যাখ্যা করার জন্য আমরা সাধারণত দুটি মান ব্যবহার করি— i. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ii. বিষমতার পরিমাপ| এরকম দুটি মান দ্বারা আমরা শিক্ষামূলক প্রাপ্ত তথ্যের তাৎপর্য নির্ণয় করতে পারি।

[4] শিক্ষার্থীর ভবিষ্যৎ রূপরেখা নির্ণয়; আধুনিক শিক্ষা-রাশিবিজ্ঞানের সবচেয়ে বড়াে অবদান হল শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনেক নির্ভুল ও নির্ভরযােগ্য তথ্য সরবরাহ করা। যেমন—উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার ফলাফল দেখে কোনাে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্তরে কেমন সাফল্য অর্জন করতে পারবে, কিংবা তার বুদ্ধির পরিমাপ থেকে শিক্ষা বা বৃত্তিতে সে কত পরিমাণ কৃতকার্য হবে ইত্যাদি বলা যায়। 

[5] শিক্ষামূলক অভীক্ষা প্রস্তুত : শিক্ষা রাশিবিজ্ঞানের কৌশল প্রয়ােগ করে আমরা শিক্ষামূলক অভীক্ষাগুলিকে অপেক্ষাকৃত নির্ভুলভাবে তৈরি করতে পারি। ফলে, সামগ্রিকভাবে শিক্ষামূলক মূল্যায়নের উন্নতি করা যায়। 

[6] শিক্ষামূলক তথ্যের তুলনা; শিক্ষা রাশিবিজ্ঞানের কৌশল প্রয়ােগ করে শিক্ষামূলক তথ্যগুলির মধ্যে তুলনা করা সম্ভব, যেমন দুদল ছাত্রের প্রাপ্ত স্কোরের পার্থক্য তাৎপর্যপূর্ণ কি না তা রাশিবিজ্ঞানের কৌশলের সাহায্যে সঠিকভাবে বিচার করা সম্ভব। বিভিন্ন রে পরিমাপগুলিকে সম-এককে পরিবর্তন করা যায় রাশিবিজ্ঞা কৌশল প্রয়ােগ করে। 

[7] শিক্ষার্থীর অগ্রগতি নির্ধারণ: শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের একটি উড়ে হল শিক্ষার্থীদের অগ্রগতি বা তাদের ব্যর্থতার কারণ নির্ধারণ | এইচ কাজ ঠিকভাবে করতে না পারলে উপযুক্ত শিক্ষা পরিকল্পনা র এবং তাদের প্রয়ােজনমতাে উৎসাহ দান ও সংশােধনমস শিক্ষাব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। 

[8] উপাদান বিশ্লেষণ: জটিল মানসিক বৈশিষ্ট্য, যেমন-বুদ্ধি, প্রবন্ধ প্রভৃতিতে কী কী মৌলিক মানসিক উপাদান আছে তা রাশিবিজ্ঞান বিশেষ কৌশলের দ্বারা নির্ণয় করা সম্ভব। 

[9] শিক্ষা পরিকল্পনা: শিক্ষা পরিকল্পনা করতে নানান তথ্য প্রয়ােজন হয়। যেমন আগামী দিনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ইত্যাদি স্থায় কত সংখ্যক শিক্ষার্থী হতে পারে, তাদের সঠিক শিক্ষা ব্যবস্থা পরিকল্পনার জন্য কত অর্থ ব্যয় হতে পারে প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিক্ষারাশিবিজ্ঞানের সাহায্য অপরিহার্য

সুতরাং রাশিবিজ্ঞানের কৌশল শিক্ষামূলক তথ্যগুলিকে অপেক্ষাকৃত সহজসরলভাবে প্রকাশ করতে সাহায্য করে। তা ছাড়া এই পদ্ধতি প্রয়ােগ করে প্রাপ্ত তথ্যগুলিকে অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করা সম্ভব হয়। যা দেশের সার্বিক শিক্ষা পরিকল্পনায় বিশেষভাবে প্রয়ােজন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment