Class 12 Class 12 Education তথ্যাবলির বিন্যাসকরণ কাকে বলে? তথ্যের ইকবিন্যাসের গুরুত্ব কী? হকের (table) বিভিন্ন অংশগুলি সম্পর্কে লেখাে।

তথ্যাবলির বিন্যাসকরণ কাকে বলে? তথ্যের ইকবিন্যাসের গুরুত্ব কী? হকের (table) বিভিন্ন অংশগুলি সম্পর্কে লেখাে।

তথ্যাবলির বিন্যাসকরণ কাকে বলে? তথ্যের ইকবিন্যাসের গুরুত্ব কী? হকের (table) বিভিন্ন অংশগুলি সম্পর্কে লেখাে। Class 12 | Education | 8 Marks

উত্তর:

তথ্যাবলির বিন্যাস

তথ্যাবলির বিন্যাসকরণ বলতে বোঝায় ‘তথ্যগুলিকে যথাযথভাবে সাজানাে। অনেকের মতে, সংগৃহীত তথ্যকে সুবিন্যস্ত ছকের মাধ্যমে প্রকাশ করাকে তথ্যাবলির বিন্যাস বলা হয়। 

তথ্যের ছবিন্যাসের উপঘোগিতা

ছকবিন্যাস যে-কোনাে তথ্যকে সুন্দরভাবে প্রকাশ করে, যা বিশ্লেষণ ও সিদ্ধান্তগ্রহণে সাহায্য করে| তথ্যের ছকবিন্যাসের গুরুত্ব নীচে আলােচনা করা হল— 

[1] সরলভাবে উপস্থাপন : ছকবিন্যাসের মাধ্যমে যে-কোনাে জটিল তথ্য বা রাশিকে তুলনামূলক সরলভাবে উপস্থাপিত করা যায়। 

[2] সহজ আলােচনা: সারণিতে সাজানাে তথ্যাবলির মধ্যে তুলনামূলক আলােচনা খুবই সহজে করা যায়। 

[3] এটি সংশোধন: ছক বিন্যাসের মাধ্যমে সংগৃহীত তথ্যের জুটিবিচ্যুতি কিছুটা সংশােধন করা যায়। 

[4] সামগ্রিক ধারণী:  ছকবিন্যাস থেকে তথ্যগুলি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা লাভ করা যায়।

[5] বৈশিষ্ট্য চিহ্নিতকরণ : ছকবিন্যাস থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিকে চেনা যায়। 

[6] বিশ্লেষণ ও সিদ্ধান্ত: ছকবিন্যাস তথ্যরাশির বিশ্লেষণে এবং তা থেকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 

[7] তুটি ও অসম্পূর্ণতা অনুমান : তথ্য সংগ্রহে কোথাও জুটি বা অসম্পূর্ণতা থাকলে তা অনুমান করা যায়।

[8] সহজ কৌশল ব্যবহার : রাশিবিজ্ঞানের বিভিন্ন রকম কৌশল ব্যবহার সহজতর হয়।

ছকের গুরুত্বপূর্ণ অংশ

 ছক তৈরি করার আগে কিছু বিষয় লক্ষ রাখা দরকার, যেমন— 

[1] ছক নম্বর : ছক তৈরি করার সময়ে ছকের একটি নম্বর দেওয়া হয়। | এই নম্বর অনুযায়ী নির্দিষ্ট ছকটি বের করা হয়। 

[2] হক শিরােনাম : ছক নম্বরের ঠিক নীচে ছকের বিষয়বস্তুর ভিত্তিতে যে নাম দেওয়া হয়, তাকে ছকের শিরােনাম বলে|

[3] স্তম্ভশীর্ষ : এটি হল ছকের একেবারে ওপরের সারি, এতে তথ্যাবলির। বিবরণ ওপর থেকে নীচে লেখা হয়। 

[4] সারিশীর্ষ : ছকের বাঁদিকের অংশে সারিশীর্ষ থাকে। এতে বিষয়বস্তুর বিবরণ লেখা হয়। 

[5] মূল অংশ : এই অংশটিতে রাশিতথ্যগুলি লেখা হয়। 

[6] পাদটীকা : সমগ্র ছকে যেসব শব্দ তুলনামূলক কঠিন বা সহজে বােধগম্য নয়, তাদের ব্যাখ্যা এই অংশে লেখা হয়। 

[7] তারিখ : ছকের কাজটি কোন তারিখে হল তা লিপিবদ্ধ রাখার জন্য ছকের ডানদিকের কোণে তারিখ লেখা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment