Class 12 Class 12 Education ছক (table) প্রস্তুত করার সাধারণ নিয়মগুলি লেখাে। তথ্য সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে আলােচনা করাে।

ছক (table) প্রস্তুত করার সাধারণ নিয়মগুলি লেখাে। তথ্য সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে আলােচনা করাে।

ছক (table) প্রস্তুত করার সাধারণ নিয়মগুলি লেখাে। তথ্য সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে আলােচনা করাে। Class 12 | Education | 8 Marks

উত্তর:

ছক তৈরির সাধারণ নিয়ম

ছক তৈরির নির্দিষ্ট কোনাে নিয়ম নেই। তবে ছক এমনভাবে তৈরি করতে হবে যাতে রাশিতথ্যের বৈশিষ্ট্যগুলি সহজে বােঝা যায়। ছক তৈরির সময় যে বিষয়গুলির প্রতি লক্ষ রাখা হয়, তা হল—

[1] নম্বর রাখার ব্যবস্থা : ছকের একেবারে ওপরে একটি নম্বর রাখার ব্যবস্থা করতে হবে যাতে অনেকগুলি ছকের মধ্যে থেকে নির্দিষ্ট ছকটিকে সহজে বের করা যায়।

[2] তারিখ : ছকের ডানদিকের কোনায় তারিখ লিখতে হবে৷ 

[3] শিরােনাম : ছকের একটি শিরােনাম দিতে হবে। নামটি সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট হবে। 

[4] অর্থবহ:যে বিষয়সমূহ ছকে লেখা হবে তার একটি অর্থবহ শিরােনাম দিতে হবে। 

[5] সামঞ্জস্যপূর্ণ : ছকের দৈর্ঘ্য ও প্রস্থ সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়ােজন। 

[6] সারিবদ্ধ লিখন : যে রাশিগুলির মধ্যে তুলনা করা হবে সেগুলি পাশাপাশি সারিবদ্ধভাবে লিখতে হবে। 

[7] সংক্ষিপ্ত বিবরণ : ছকের মধ্যে লিখিত বিবরণ সংক্ষিপ্ত এবং সহজবােধ্য হবে।

[8] উপযুক্ত একক : ছকের মধ্যে রাশিতথ্যগুলিকে উপযুক্ত এককে প্রকাশ করতে হবে।

[9] পাদটীকা লিখন: প্রয়ােজনমতাে কিছু কিছু বিষয় পাদটীকাতে লিখে রাখতে হবে। 

তথ্য সংগ্রহের পদ্ধতি 

পরিমাপযােগ্য বৈশিষ্ট্যকে বলা হয় তথ্য। তথ্য সংগ্রহ করার জন্য নানান। পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন—

 [1] ব্যক্তিগত পর্যবেক্ষণ : এই পদ্ধতির দ্বারা তথ্য সংগ্রহকারী নিজে পর্যবেক্ষণের দ্বারা তথ্য সংগ্রহ করে। 

[2] সরকারি ও বেসরকারি রিপাের্ট : সবসময় ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণের দ্বারা তথ্য সংগ্রহ করা যায় না। তাই বিভিন্ন সরকারি ও বেসরকারি রিপাের্ট থেকে তথ্য সংগ্রহ করা হয়। 

[3] সংবাদপত্রে প্রকাশিত বিবরণী: তথ্য সংগ্রহের বহুক্ষেত্রেই সংবাদপত্রে। প্রকাশিত বিবরণীর ওপর নির্ভর করা হয়৷ 

[4] বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল : ছাত্রছাত্রীদের সাফল্য ব্যর্থতা সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করতে হয়।

[5] প্রশ্ন পাঠিয়ে তথ্য সংগ্রহ: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে আগে থেকে প্রস্তুত ছাপানাে প্রশ্ন পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়। 

[6] সাক্ষাৎকার : শিক্ষাথীদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় l

[7] অভীক্ষা : বিভিন্ন রকম মনস্তাত্ত্বিক বা শিক্ষামূলক অভীক্ষা প্রয়ােগের মাধ্যমেও তথ্য সংগ্রহ করা হয়।

[8] বন্ধুবান্ধব বা অভিভাবক : বন্ধুবান্ধব, অভিভাবক বা নিকট আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।বর্তমানে এই সমস্ত উৎস ছাড়াও ইনটারনেটের মাধ্যমে বহু তথ্য অল্প সময়ের মধ্যে সংগ্রহ করা সম্ভব হচ্ছে ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!