(1) স্কেল, (2) প্রসার, (3) ধাপ দূরত্ব ও (4) মধ্যমান বলতে কী বােঝায়? Class 12 | Education | 8 Marks
উত্তর:
পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব
স্কোরগুলিকে তাদের মানের ক্রম অনুসারে সাজানাের পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বলে।
পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব
পরিসংখ্যা বিভাজন তথ্যবিন্যাস, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের কাজকে সহজতর করে| পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব নীচে আলােচনা করা হল—
[1] ক্ষুদ্র ও অর্থপূর্ণ প্রকাশ : পরিসংখ্যা বিভাজনে স্কোরকে ক্ষুদ্র আকারে অথচ অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায়।
[2] তুলনামূলক বিশ্লেষণ : পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে একাধিক দলের মধ্যে খুব সহজেই তুলনামূলক বিশ্লেষণ করা যায়।
[3] সহজ তাৎপর্য নির্ণয় : পরিসংখ্যা বিভাজন, স্কোরের তাৎপর্য নির্ণয়ের কাজকে তুলনামূলকভাবে সহজ করে দেয়।
[4] এটি নির্ণয় : স্কোরের মধ্যে কোনােপ্রকার ত্রুটিবিচ্যুতি থাকলে তা পরিসংখ্যা বিভাজন থেকে বােঝা যায়।
[5] প্রাথমিক ধারনা গঠন: পরিসংখ্যা বিভাজনের সাহায্যে যে-কোনাে স্কোরগুচ্ছ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা গঠন করা যায়।
[6] কৌশল নির্ণয়ে সহায়তা : রাশিবিজ্ঞানে বিভিন্ন কৌশল নির্ণয়ে এটি সাহায্য করে।
[7] লেখচিত্র অঙ্কন: পরিসংখ্যা বিভাজনকে ভিত্তি করে লেখচিত্র আঁকা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।