Class 12 Class 12 Education নারীশিক্ষার বিকাশের ক্ষেত্রে NCEW-1959-এর সুপারিশগুলি উল্লেখ করাে।

নারীশিক্ষার বিকাশের ক্ষেত্রে NCEW-1959-এর সুপারিশগুলি উল্লেখ করাে।

নারীশিক্ষার বিকাশের ক্ষেত্রে NCEW-1959-এর সুপারিশগুলি উল্লেখ করাে।    Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

নারীশিক্ষার বিকাশে NCEW-1959-এর সুপারিশসমূহ : NCEW-এর পুরাে কথাটি হল National Committee for Women Education | স্বাধীন ভারতে নারীশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যাসমাধানের জন্য ভারত সরকারের উদ্যোগে 1959 খ্রিস্টাব্দে NCEW তথা নারীশিক্ষার জাতীয় পর্ষদ গঠন করা হয়। ওই পর্ষদের সভানেত্রী ছিলেন শ্রীমতী দুর্গাবাঈ দেশমুখ। ওই কমিটির সুপারিশগুলি নীচে উল্লেখ করা হল। 

[1] যুগ পরামর্শদানকারী নিয়ােগ : নারীশিক্ষার দায়িত্ব এক জন কেন্দ্রীয় যুগ্ম পরামর্শদানকারী (Joint Education Advisor) নারীর হাতে অর্পণ করতে হবে।

[2] মহিলা যুগ্ম আধিকারিক নিয়ােগ : প্রতিটি রাজ্যে যুগ্ম আধিকারিক (Joint Director) পদে মহিলা কর্মী নিয়ােগ এবং তাঁর হাতে নারীশিক্ষার ভার অর্পণ করতে হবে। 

[3] অথবরাদ্দ : নারীশিক্ষার বিকাশের জন্য উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। 

[4] স্কুল মাদার নিয়ােগ : প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানে যেখানে শিক্ষাদানের ক্ষেত্রে মহিলা তথা শিক্ষিকা নেই, সেখানে ‘স্কুল মাদার’ নিয়ােগের ব্যবস্থা করতে হবে। 

[5] পাঠক্রম পরিবর্তন : প্রাথমিক বিদ্যালয়ের পাঠক্রম ছেলে ও মেয়েদের ক্ষেত্রে একপ্রকার হলেও, মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের জন্য পৃথক পাঠক্রমের ব্যবস্থা করতে হবে। 

[6] ছাত্রীনিবাস : নারীশিক্ষার বিকাশের জন্য অধিক সংখ্যায় ছাত্রীনিবাস স্থাপন করতে হবে।

[7] যাতায়াত ব্যবস্থা : ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। 

[8] টিফিন প্রদান: বিদ্যালয়ে ছাত্রীদের জন্য বিনামূল্যে টিফিন প্রদানের ব্যবস্থা করতে হবে। 

[9] বৃত্তিশিক্ষা ও পেশাগত শিক্ষা : মেয়েদের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে বৃত্তিশিক্ষা ও পেশাগত শিক্ষার ব্যবস্থা করতে হবে। 

[10] বয়স্ক নারীশিক্ষা : বয়স্ক নারীদের জন্য স্বল্প সময়ের শিক্ষাক্রম চালুর ব্যবস্থা করতে হবে ৷

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!