নারীশিক্ষার বিকাশের ক্ষেত্রে শ্রীভক্তবৎসলম কমিটির সুপারিশগুলি লেখাে।

নারীশিক্ষার বিকাশের ক্ষেত্রে শ্রীভক্তবৎসলম কমিটির সুপারিশগুলি লেখাে।   Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

নারীশিক্ষার বিকাশে শ্রীভক্তবৎসলম কমিটির সুপারিশসমূহ : 1963 খ্রিস্টাব্দে ‘জাতীয় নারীশিক্ষা পর্ষদ’ একটি কমিটি গঠন করে। ওই কমিটির সভাপতি ছিলেন মাদ্রাজের মুখ্যমন্ত্রী শ্রীভক্তবৎসল। ওই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল— নারীশিক্ষার প্রতি উদাসীনতার কারণ অনুসন্ধান এবং গ্রামাঞ্চলে নারীশিক্ষার দ্রুত প্রসারসাধন। ওই কমিটি নারীশিক্ষার বিকাশের জন্য অনগ্রসর রাজ্যগুলির সমস্যাসমূহ পর্যালােচনা করে সমগ্র দেশের নারীশিক্ষা বিষয়ে কতকগুলি সুপারিশ করে। ওই সুপারিশের গুরুত্বপূর্ণ বিষয় নীচে উল্লেখ করা হল— 

[1] বেসরকারি প্রতিষ্ঠান গঠন : নারীশিক্ষার বিকাশের জন্য বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

[2] হােস্টেলনিৰ্মাণ : গ্রামাঞ্চলে বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদের জন্য হােস্টেলনির্মাণের ব্যবস্থা করতে হবে। 

[3] মেয়েদের উৎসাহদান : শিক্ষকতা পেশায় আশার জন্য মেয়েদের উৎসাহিত করতে হবে l

[4] সংসারী মহিলাদের বিশেষ ব্যবস্থা : গ্রামাঞ্চলে বসবাসকারী সংসারী মহিলাদের জন্য আংশিক সময়ের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। 

[5] পােশাক ও বই বিতরণ : দরিদ্র ছাত্রীদের জন্য সরকারি টাকায় পােশাক ও বইপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে।

[6] গৃহনির্মাণ : নারীশিক্ষার জন্য বেসরকারি উদ্যোগে স্কুলবাড়ি নির্মাণের ব্যবস্থা করতে হবে। 

[7] মর্যাদাবৃদ্ধি : সমাজে শিক্ষিকাদের মর্যাদা যাতে বৃদ্ধি পায়, তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

[8] কুসংস্কার বর্জন : নারীশিক্ষা সম্পর্কিত যাবতীয় রক্ষণশীলতা ও কুসংস্কার দূরীকরণে উদ্যোগ নিতে হবে। 

[9] অতিরিক্ত বেতন ও ভাতা : দুর্গম পার্বত্য ও পশ্চাৎপদ অঞ্চলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে।

[10] ভরতির ক্ষেত্রে অগ্রাধিকার : গ্রামাঞ্চলে বসবাসকারী শিক্ষিকাদের জন্য শিক্ষণ কলেজে প্রশিক্ষণের ক্ষেত্রে ভরতিতে অগ্রাধিকার দিতে হবে। 

[11] মহিলা পরিদর্শক নিয়ােগ : শিক্ষার গুণগত মান উন্নত করতে এবং অপচয় ও অনুন্নয়নের পরিমাণ কমাতে বিদ্যালয়ে মহিলা পরিদর্শক নিয়ােগ করতে হবে।

[12] অবৈতনিক ও বাধ্যতামলুক শিক্ষা : নারীশিক্ষার অগ্রগতির জন্যঅবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা বিষয়ে সরকারিভাবে আইন প্রণয়নের ব্যবস্থা করতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment