Dear students, Class 10 Geography First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা দশম শ্রেণী প্রথম ইউনিট ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 10 Geography First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
ভূগোল (Geography)
Class 10 (দশম শ্রেনী) পূর্ণমান – ৪০
সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট
বিভাগ – ‘ক’
১. বিকল্পগুলাে থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখাে : [১x ৮ = ৮]
১.১ মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলাে—
ক) নদী
খ) হিমবাহ
গ) বায়ু
ঘ) কোনােটিই নয়
১.২ ক্যানিয়ন ‘এ’ আকৃতি হবার প্রধান কারণ হলাে—
ক) নদীর নিম্নক্ষয়
খ) ভূমির খাড়াঢাল
গ) বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল
ঘ) নদীর পার্শ্বক্ষয়
১.৩ পর্বতারােহণে সমস্যার সৃষ্টি হয়—
ক) পিরামিড চূড়ার উপস্থিতিতে
খ) ক্রিভাসের উপস্থিতিতে
গ) রসেমতানের উপস্থিতিতে
ঘ) এসকারের উপস্থিতিতে
১.৪ বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হলাে –
ক) ওয়াদি ।
খ) বালিয়াড়ি
গ) গারা।
ঘ) ইনসেলবার্জ
১.৫ অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত –
ক) তেলেঙ্গানা
খ) কর্ণাটক
গ) বঙ্গোপসাগর
ঘ) তামিলনাড়ু
১.৬ পশ্চিম উপকূলে স্বাভাবিক পােতাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হলাে—
ক) অভগ্ন উপকূল
খ) ভগ্ন উপকূল
গ) অনুর্বর মৃত্তিকার উপস্থিতি
ঘ) হ্রদ ও উপহদের আধিক্য
১.৭ উত্তর ভারতের নদনদী নিত্যবহ হবার কারণ হলাে—
ক) নদীগুলি দৈর্ঘ্যে বড়াে
খ) নদীগুলির মােহনায় বদ্বীপ-এর সৃষ্টি
গ) নদীগুলি বরফগলা জলে ও
ঘ) নদী অববাহিকায় পলি গঠিত সমভূমির বৃষ্টির জলে পুষ্ট
উপস্থিতি
১.৮ একটি পর্ণমােচী বৃক্ষের উদাহরণ হলাে—
ক) বাবলা
খ) উঁত
গ) মেহগনি
ঘ) সুন্দরী
বিভাগ – ‘খ’
২.১ বাক্যটি সত্য হলে পাশে ‘ঠিক’ এবং ‘অসত্য হলে পাশে ‘ভুল’ লেখাে : [১x২ = ২]
২.১.১ নদীর মােহনায় জোয়ারভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক।
২.১.২ একটি প্রাণীজ কাঁচামালভিত্তিক শিল্প হলাে মাংস প্রক্রিয়াকরণ শিল্প।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : [১x২ = ২]
২.২.১ ইয়ার্দাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলাস্তর পরস্পরের সাথে ——————- অবস্থান করে।
২.২.২ হিমসিড়িতে ——————- হ্রদ সৃষ্টি হয়।
২.৩ স্তম্ভ মেলাও : [১×৩ = ৩]
স্তম্ভ-’ক’ | স্তম্ভ-‘খ’ |
২.৩.১ গারা | ক) হিমবাহের সঞ্চয়কার্য |
২.৩.২ গ্রাবরেখা | খ) বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া |
২.৩.৩ বিশাখাপত্তনম | গ) বন্দর শহর |
২.৪ দু-এক কথায় উত্তর দাও : [১x১ = ১]
২.৪.১ ভাগীরথী-হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির?
বিভাগ – ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখাে : [২x৪=৮]
৩.১ হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত ?
৩.২ মরু ও মরুপ্রায় অঞলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের দুটি শর্ত উল্লেখ করাে।
৩.৩ ঝুমচাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে?
৩.৪ ধারণযােগ্য উন্নয়ন (Sustainable development) বলতে কী বােঝাে?
বিভাগ – ‘ঘ’
৪. সংক্ষেপে ব্যাখ্যা করাে : [৩x২ = ৬]
৪.১ নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখাে।
৪.২ ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে।—যুক্তিসহ ব্যাখ্যা দাও।
বিভাগ – ‘ঙ’
৫. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [৫x২ = ১০]
৫.১ পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা উদাহরণসহ আলােচনা করাে।
৫.২ ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলােচনা করাে।
Read Also:
Class 10 English 1st Unit Test Question 2022
Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 10 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 10 History (ইতিহাস) 1st Unit Test Question 2022
Class 10 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022
Class 10 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022
Class 10 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।