Class 1 Ability To Communicate (সংযােগ স্থাপনে সক্ষমতা) Model Activity Task Part 7 October
Class 1 Ability To Communicate model activity task part 7 answer key, Class 1 model activity task part 7 answers, Class 1 model activity task part 7 Ability To Communicate, Class 1 Ability To Communicate model activity task part 7 wbbse, Class 1 model activity task part 7 pdf download, west bengal board Class 1 model activity task part 7 with answers pdf, Class 1 model activity task part 7 youtube
West Bengal Board Class 1 Ability To Communicate (সংযােগ স্থাপনে সক্ষমতা) Part 7 Model Activity Task Solution. New Model Activity Task of Class 1 October Answers PDF Download
মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021
CLASS – 1, প্রথম শ্রেণি
বিষয়ঃ সংযােগ স্থাপনে সক্ষমতা (ABILITY TO COMMUNICATE)
১) নীচের পাঠটি পড়াে এবং বুঝে লেখাে : ১ × ২ = ২
চলাে ভাই নীলু। এই তালবন দিয়ে পথ। তার পরে তিলখেত। তার পরে তিসিখেত। তার পরে দিঘি। জল খুব নীল। ধারে ধারে কাদা। জলে আলাে ঝিলিমিলি করে। বক মিটিমিটি চায় আর মাছ ধরে।
ক) নীলু কোন পথ দিয়ে যাবে?
উত্তর: নীলু তালবনের পথ দিয়ে যাবে ।
খ) তিসিখেতটা কোথায়?
উত্তর: তিলখেতের পর তিসিখেত ।
২) পাঠ থেকে কথা খুঁজে ফাঁকা জায়গা ভরাট করাে : ১ × ২ = ২
ক) আকাশের তারাগুলাে ___________ করে চেয়ে আছে।
উত্তর: আকাশের তারাগুলাে মিটমিট করে চেয়ে আছে।
খ) রাস্তার ___________ নুড়িপাথর পড়ে আছে।
উত্তর: রাস্তার ধারে নুড়িপাথর পড়ে আছে।
৩) Fill in the blanks with ‘a’ or ‘an’: ১ × ৩ = ৩
(ক) This is ___________ ox.
Ans: This is an ox.
(খ) That is ___________ tree.
Ans: That is a tree.
(গ) It is ___________ ant.
Ans: It is an ant.
৪) কথা বসিয়ে ছক পূরণ করাে : ১ × ৩ = ৩
উত্তর:
৭ | সাত |
৯ | নয় |
৬ | ছয় |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021
CLASS – 1, প্রথম শ্রেণি
বিষয়ঃ সমন্বয় স্থাপনে সক্ষমতা
১) খােপগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝাে পাশাপাশি বসাও : ১ × ৪ = ৪
ক | খ | গ |
তাল | ফল | খাও |
আমি | আম | ধুপধাপ |
বাড়ি | পড়ে | খাই |
তুমি | ফেরাে | চটপট |
উত্তর:
ক | খ | গ |
তাল | পড়ে | ধুপধাপ |
আমি | ফল | খাই |
বাড়ি | ফেরাে | চটপট |
তুমি | আম | খাও |
২) Add letter and make meaningful words: ১ × ৩ = ৩
(ক) _________ + at = ________
উত্তর: b + at = bat
(খ) _________ + in = ________
উত্তর: p + in = pin
(গ) _________ + ox = ________
উত্তর: f + ox = fox
৩) ফাঁকা জায়গা পূরণ করাে : ১ × ৩ = ৩
দশক | একক | ||
ক) | এক দশ নয় = _________ | ১ | ৯ |
খ) | _________ = ১৪ | ১ | ৪ |
গ) | এক দশ সাত = ১৭ |
উত্তর:
দশক | একক | ||
ক) | এক দশ নয় = ১৯ | ১ | ৯ |
খ) | এক দশ চার = ১৪ | ১ | ৪ |
গ) | এক দশ সাত = ১৭ | ১ | ৭ |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021
CLASS – 1, প্রথম শ্রেণি
বিষয়ঃ সমস্যা সমাধানে সক্ষমতা
১) নীচের পাঠটি পড়াে এবং বুঝে লেখাে :
বিকেলে মেঘ করে এল। শনশন করে হাওয়া বইছে। মেলায় লােকেরা হইচই করছে। একটা বড় গাছ মড়মড় করে পড়ে গেল। টুপটাপ জল পড়ছে আকাশ থেকে। একটু পরেই ঝমঝমিয়ে নামল।
ভুল অংশগুলি ঠিক করে লেখ : ১ × ২ = ২
ক) গাছটা শনশন করে পড়ে গেল।
উত্তর: গাছটা মড়মড় করে পড়ে গেল।
খ) আকাশ থেকে মড়মড় করে জল পড়তে লাগল।
উত্তর: আকাশ থেকে টুপটাপ করে জল পড়তে লাগল।
২) সাজিয়ে লেখাে : ১ × ২ = ২
ক) থিঅতি ___________
উত্তর: থিঅতি > অতিথি ।
খ) জআনা ___________
উত্তর: জআনা আনাজ ।
৩) Make three words by joining letters: ১ × ৩ = ৩
c x o u h t p a |
Ans:
a) ox
b) cup
c) hat
৪) সমাধান করাে : ১ × ৩ = ৩
ক) সকাল থেকে মৌচাকের কাছে ৭টি মৌমাছি উড়ছে। একটু বাদে আরও ৩টি মৌমাছি উড়ে এলাে। তাহলে মােট ক’টা মৌমাছি হল?
খ) আমরা ৬ জন মাঠে খেলতে গেলাম। এর পর ০ জন মাঠে এলাে। তাহলে এখন মােট কজন হল?
গ) বাজারে গিয়ে বাবা একটা দোকান থেকে ৬টা জিনিষ কেনেন। আর একটা দোকান থেকে ৪টা জিনিষ কেনেন। তাহলে বাবা মােট ক’টা জিনিষ কেনেন?
মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021
CLASS – 1, প্রথম শ্রেণি
বিষয়ঃ মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
১) তােমার দেখা সকালবেলার ছবি আঁকো আর ছবিটাকে নিয়ে বাংলাতে দুটো লাইন লেখাে। ৪
উত্তর:
১) সূর্য পূর্ব দিকে ওঠে ।
২) ভোরবেলার সূর্য দেখতে খুব সুন্দর লাগে ।
২) Colour the picture given below and write the name of the objects. ৩
** তোমরা নিজেরা ছবিটা রং করে নেবে ।
৩) ছবি এঁকে দেখাও যে একটা ডালে ৩টে পাখি বসে আছে আর ১টি পাখি উড়ে এল। ফলে মােট ৪টে পাখি হল। ৩
উত্তর:
Class 1 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task Part 7 (October)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
সমস্যা সমাধানে সক্ষমতা
3 নম্বর এর answer টা Hat হবে