Class 12 Class 12 Education তন্ত্র (system) বলতে কী বােঝায় —তা ব্যাখ্যা করাে।

তন্ত্র (system) বলতে কী বােঝায় —তা ব্যাখ্যা করাে।

তন্ত্র (system) বলতে কী বােঝায়— তা ব্যাখ্যা করাে। Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks

উত্তর:-

Huse এবং Bowditch (1977)-এর মতে তন্ত্র বা সিস্টেম বলতে বােঝায় অংশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এবং পারস্পরিক সম্পর্কের এমন ধারাবাহিকতা যেখানে কোনাে অংশের (সাব-সিস্টেম) মিথস্ক্রিয়া সমগ্র সিস্টেমের ওপর প্রভাব বিস্তার করে। আরও সহজভাবে তন্ত্র বা সিস্টেমকে নিম্নোক্তভাবে ব্যখ্যা করা যায়— 

[1] সিস্টেম বা তন্ত্রের একাধিক উপাদান আছে। 

[2] সব উপাদান পরস্পর সম্পর্কিত, নির্ভরশীল এবং একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে। 

[3] সিস্টেম তত্ত্বে মনে করা হয় (যদি না খুব ক্ষুদ্র হয়), সব সিস্টেম কতকগুলি অংশে বিভক্ত, যারা ভিন্ন ভিন্ন কাজ করে। কিন্তু তারা এমনভাবে সক্রিয় হয় যে প্রতিটি অংশ প্রতিটি অংশের সাথে সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল। সেজন্য কোনাে কিছু যখন একটি অংশকে প্রভাবিত করে, তখন সিস্টেমের অন্য অংশ এবং পরিবেশের ওপরেও তার প্রভাব পড়ে। 

[4] সিস্টেম দুরকমের হতে পারে, মুক্ত সিস্টেম এবং বদ্ধ সিস্টেম। মুক্ত সিস্টেম পরিবেশের সঙ্গে সম্পর্কিত এবং পরিবেশের উপাদানের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া করে থাকে। সেখানে বদ্ধ সিস্টেম পরিবেশের সঙ্গে সম্পর্কিত নয় এবং পরিবেশের উপাদানের সঙ্গে এই সিস্টেমে মিথস্ক্রিয়া ঘটে না। প্রসঙ্গত উল্লেখ করা যায়, শিক্ষা একটি মুক্ত সিস্টেম। 

[5] প্রতিটি তন্ত্র বা সিস্টেমকে তিনটি অংশে বিভক্ত করা হয়—ইনপুট (Input), প্রক্রিয়াকরণ (Process) এবং আউটপুট (Output)।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment