বর্তমান ভারতবর্ষে শিক্ষাপ্রযুক্তির ব্যবহার লেখাে Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks
উত্তর:-
বর্তমান ভারতবর্ষে শিক্ষাপ্রযুক্তির অবস্থা
উন্নত দেশগুলিতে বিদ্যালয় স্তর থেকেই উচ্চমানের বৈদ্যুতিন শিক্ষাপ্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উন্নত দেশ হিসেবে দাবি করলেও আমাদের ভারতবর্ষে উচ্চমানের শিক্ষাপ্রযুক্তি দূরে থাক, বহু সংখ্যক বিদ্যালয়ে প্রয়ােজনমতাে চক-বাের্ডের ব্যবস্থাও নেই। এর প্রধান কারণগুলি হল—
[1] অর্থ ও উদ্যোগের অভাব: সমগ্র দেশের প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম শিক্ষাপােকরণ সরবরাহ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়ােজন, তা ব্যয় করা হয় না। বর্তমানে প্রতিটি জেলায় জেলাভিত্তিক রিসাের্স কেন্দ্র আছে। কিন্তু রিসাের্স কেন্দ্র এবং বিদ্যালয়গুলির উদ্যোগের অভাবে শিক্ষাপােকরণ যথাযথভাবে ব্যবহৃত হয় না। এর ফলে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্ত হয়।
[2] যােগ্য শিক্ষক এবং রক্ষণাবেক্ষণের অভাব: শহর ও মফস্সলের বিদ্যালয়গুলিতে শিক্ষাপােকরণ থাকলেও শিক্ষকগণ এগুলি যথাযথভাবে ব্যবহার করেন না এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে শিক্ষাপােকরণগুলির কার্যকারিতা হ্রাস পায়।
[3] শিক্ষাপ্রযুক্তির ব্যবহার: শিক্ষাপ্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে নীচে উল্লেখ করা হল—
i. এমনভাবে শিক্ষাপ্রযুক্তি নির্দিষ্ট করা হবে যা শিক্ষক এবং শিক্ষার্থীরা ব্যবহার করতে সক্ষম হবে।
ii. শিক্ষাপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আর্থিক ব্যয়ের কার্যকারিতা বিবেচনা করা প্রয়ােজন।
iii. পাশ্চাত্য দেশে ব্যবহৃত মডেলের পরিবর্তে দেশজ প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া প্রয়ােজন।
iv. শিক্ষাপ্রযুক্তির উপকরণগুলি সঠিকভাবে ব্যবহার করার জন্য শিক্ষকের প্রশিক্ষণ অপরিহার্য এবং শিক্ষাপােকরণগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা অবলম্বন করা বিশেষ প্রয়ােজন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।