1986 সালের জাতীয় শিক্ষানীতির সংশােধিত রুপ টি কী ছিল ?
অথবা, 1986 সালের জাতীয় শিক্ষানীতির নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও ।
অথবা, POA-1992 বলতে কী বােঝ? এর মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করাে । Class 12 | Education (জাতীয় শিক্ষানীতি) 8 Marks
উত্তর:-
1986 সালের জাতীয় শিক্ষানীতির সংশােধিত রুপ
জাতীয় শিক্ষানীতির (1986 খ্রি.) মূল্যায়নের জন্য 1990) খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটি গঠন করা হয়। রামমূর্তি কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি পর্যালোচনা করার জন্য জনার্দন কমিটির ওপর দায়িত্ব দেওয়া হয়। জনার্দন রেড্ডি কমিটি 1992 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনে। পরিবর্তিত শিক্ষানীতিই প্রােগ্রাম অ্যাকশন, সংক্ষেপ POA নামে পরিচিত। রেড্ডি কমিটি POA-তে যেসব সুপারিশগুলি করে, তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা হল
[1] শিক্ষার কাঠামাে: সারা দেশে শিক্ষার কাঠামাে হবে 10+2+3। 10 বছরের শিক্ষার মধ্যে 5 বছরের শিক্ষা হবে নিম্নপাধমিক, 3 বছরের শিক্ষা হবে উচ্চপ্রাথমিক, মাধ্যমিক স্তর হবে 2 বছরের, উচ্চমাধ্যমিক স্তর হবে 2 বছরের এবং উচ্চশিক্ষা স্তর হবে 3 বছরের।
[2] প্রাথমিক শিক্ষা: প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুপারিশগুলি হল—
i. 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর জন্য সর্বজনীন অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা।
ii. বিদ্যালয় ছুট সমস্যাসমাধানের জন্য উপযুক্ত ব্যাবস্থা নিতে হবে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা 20% এ কমিয়ে আনতে হবে। এ ব্যাপারে পিতা-মাতাদের সচেতন করতে হবে।
iii. প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার (Minimum Level Learning বা MLL) মান নির্দিষ্ট করতে হবে।
iv. প্রাথমিক শিক্ষার জন্য জাতীয় স্তরে একই পাঠক্রমের ব্যবস্থা করতে হবে। ওই পাঠক্রমের দায়িত্বে থাকবে NCERT।
v. প্রতি দুটি নিম্নপ্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি করে উচ্চপ্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে।
[3] মাধ্যমিক শিক্ষাi. উত্তম সাজসরঞ্জাম দিয়ে নবােদয় বিদ্যালয় তৈরি করা না গেলে গ্রামীণ বিদ্যালয়গুলিকে নবােদয় বিদ্যালয়ে পরিণত করতে হবে৷
ii. প্রতিটি বিদ্যালয়ে প্রয়ােজনীয় শিক্ষক ও যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে।
iii. অধিকসংখ্যক শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করতে হবে।
iv. প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়ােজন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।