কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলােচনা করাে।

কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলােচনা করাে।    Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

আধুনিক সমাজব্যবস্থায় নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠান হল বিদ্যালয়। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কয়েকটি ভূমিকা উল্লেখ করা হল— 

[1] কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক কর্মসূচি গ্রহণ : বিদ্যালয়ের পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলির মধ্যে এমন কিছু কাজ অন্তর্ভুক্ত করা হবে যা শিক্ষার্থীর কর্মশিক্ষা ও কর্মদক্ষতা বিকাশে সাহায্য করবে।

[2] প্রবণতা ও কর্মভিত্তিক কর্মসূচি গ্রহণ : শিক্ষার্থীরা যাতে তাদের প্রবণতা ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ধরনের কর্মভিত্তিক কাজ করতে পারে, বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সুযােগ সৃষ্টি করতে হবে। 

[3] তাত্ত্বিক শিক্ষা ও কর্মশিক্ষার সমন্বয়সাধনের ব্যবস্থা: বিদ্যালয়ের আর-একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল তাত্ত্বিক শিক্ষা ও কর্মশিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা। শুধু তাই নয়, বিদ্যালয়ের পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কর্মসূচিতে তাত্ত্বিক শিক্ষা এবং কর্মশিক্ষা যাতে সমান গুরুত্ব পায়, সেদিকে নজর দিয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

[4] ব্যাবহারিক প্রয়ােজনভিত্তিক কর্মসূচি গ্রহণ : বিদ্যালয়ের অপর একটি ভূমিকা হল ছাত্রছাত্রীদের এমনসব কাজ করতে উৎসাহ দিতে হবে, যে কাজগুলির ব্যাবহারিক জীবনে মূল্য রয়েছে।

[5] সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে উৎসাহিত করা : আধুনিক শিক্ষা বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকে না | আধুনিক শিক্ষার সামাজিক লক্ষ্য এবং কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত করতে হবে | সেবামূলক কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হবে | সমাজের সঙ্গে একাত্ম হবে। সমাজের ভালােমন্দের সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিকতা তৈরি হবে। বিদ্যালয়ই শিক্ষার্থীদেরকে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে উদ্দীপিত করতে পারে।

[6] ব্যক্তিসত্তার বিকাশে সহায়তাদান: বিভিন্ন পরিবার থেকে ভিন্ন ভিন্ন চাহিদা, সামর্থ্য, রুচি ও আগ্রহ নিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের কর্মদক্ষতা অর্জনে সহায়ক বিভিন্ন কর্মসূচি শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদার পরিতৃপ্তি ঘটিয়ে তাদের দৈহিক, মানসিক, সামাজিক, ক্ষোভিক ও নৈতিক বিকাশে সহায়তা করে | এই বিকাশগুলি ছাত্রছাত্রীদের ব্যক্তিত্বকে উপযুক্ত মাত্রা দান করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

8 thoughts on “কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলােচনা করাে।”

Leave a Comment