নিরপেক্ষ বচনগুলির আবর্তন উদাহরণ-সহ উল্লেখ করাে। 

নিরপেক্ষ বচনগুলির আবর্তন উদাহরণ-সহ উল্লেখ করাে।   Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks

উত্তর:-

উদাহরণ সছ নিরপেক্ষ বচনসমুহের আবর্তন : আমরা জানি যে, নিরপেক্ষ বচন হল চারটি— (A), (E), (I) এবং (0)। এই সমস্ত বচনকে আবর্তন করলে সিদ্ধান্তে কীরূপ বচন পাওয়া যায়—তা একে একে উদাহরণসহ আলােচনা করা হল— 

(A) বচনের আবর্তন: সাধারণভাবে (A) বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে (I) বচন পাওয়া যায়।

উদাহরণ


সকল বচন হয় বাক্য (A) l

→ 

আবর্তনীয়

∴ কোনাে কোনাে বাক্য হয় বচন (I)। 

→ 

আবর্তিত

ব্যাখ্যা 

এক্ষেত্রে দেখা যায় যে, প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যপদটি সিদ্ধান্তের বিধেয় পদ হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুল একই আছে। এবং চতুর্থ নিয়ম অনুসারে যে পদ যুকিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না এই নিয়মটিও যথাযথভাবে রক্ষিত হয়েছে। কারণ, সিদ্ধান্তে (I) বচন হওয়ায় তা কোনাে পদকেই ব্যাপ্য করে না। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে, (A) বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে (I) বচন পাওয়া যায়। (E) বচনের আবর্তনঃ (E) বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে (E) বচন পাওয়া যায়।

 

উদাহরণ


কোনাে পশু নয় পক্ষী (E)।

→ 

আবর্তনীয়

∴ কোনাে পক্ষী নয় পশু (E) l

→ 

আবর্তিত

ব্যাখ্যা 

এক্ষেত্রে দেখা যায় যে, প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হয়েছে এবং চতুর্থ নিয়মটিও যথাযথভাবে পালিত হয়েছে। সুতরাং বলা যায় যে, (E) বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে (E) বচনই পাওয়া যায়।

 

 (I) বচনের আবর্তন: (I) বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে (I) বচন পাওয়া যায়।

উদাহরণ


কোনাে কোনাে কবি হন দার্শনিক (I)

→ 

আবর্তনীয়

∴ কোনাে কোনাে দার্শনিক হন কবি (I)

→ 

আবর্তিত

ব্যাখ্যা 

এরূপ উদাহরণটির ক্ষেত্রে দেখা যায় যে, আবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ একই হয়েছে। আর চতুর্থ নিয়মটিও যথাযথভাবে পালিত হয়েছে, কারণ (1) বচন কোনাে পদকেই ব্যাপ্য করে না। সুতরাং (I) বচনের আবর্তনে সিদ্ধান্তে (I) বচনই পাওয়া যায়।

(O)বচনের আবর্তন: (O) বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। কারণ, (O) বচনের আবর্তনের ফলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়।

উদাহরণ


কোনাে কোনাে মানুষ নয় ঠগ (O)

→ 

আবর্তনীয়

∴ কোনাে কোনাে ঠগ নয় মানুষ (O)।

→ 

আবর্তিত

ব্যাখ্যা 

এরূপ উদাহরণটিতে দেখা যায় যে, প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ একই আছে। কিন্তু এখানে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। কারণ, (0) বচন শুধুমাত্র বিধেয়কে ব্যাপ্য করে, উদ্দেশ্যকে ব্যাপ্য করে না। সিদ্ধান্তে তাই। মানুষ পদটি ব্যাপ্য হয়েছে, অথচ তা যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করার ব্যাপ্য নয়। সেকারণেই দাবি করা যায় যে, (O) বচনের আবর্তন আদৌ সম্ভব নয়।

 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment