নিরপেক্ষ ন্যায় অনুমান কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করাে। অথবা, উপযুক উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখো নিরপেক্ষ ন্যায় । Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks
উত্তর:-
নিরপেক্ষ ন্যায় অনুমান
যে অবরােহমূলক মাধ্যম অনুমানের বচনগুলি সবই নিরপেক্ষরূপে গণ্য, সে অবরােহ অনুমানকেই বলা হয় নিরপেক্ষ ন্যায় (categorical syllogism) অর্থাৎ, নিরপেক্ষ ন্যায়ে দুটি পরস্পর সম্পৃক্ত নিরপেক্ষ যুক্তিবাক্য থে সিদ্ধান্তে একটি নিরপেক্ষ বচন প্রতিষ্ঠা করা হয়। সিদ্ধান্তটি অব অনিবার্যভাবে যুক্তিবাক্য দুটি থেকে নিঃসৃত হয় এবং কখনােই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না।
উদাহরণ 1
সকল মানুষ হয় মরণশীল (A) → প্রধান যুক্তিবাক্য বা সাধ্যবাক্য [নিরপেক্ষ বচন]।
রাম হয় মানুষ (A) → অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য [নিরপেক্ষ বচন।]
.: রাম হয় মরণশীল (A) → সিদ্ধান্ত [নিরপেক্ষ বচন]।
উদাহরণ 2
সকল M হয় P (A) → প্রধান যুক্তিবাক্য বা সাধ্যবাক্য [নিরপেক্ষ বচনাকার]
s হয় M (A) → অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য। [নিরপেক্ষ বচনাকার]
.:. S হয় P (A) → সিদ্ধান্ত [নিরপেক্ষ বচনাকার]
ব্যাখ্যা।
ওপরের উদাহরণ দুটির প্রথমটি হল একটি নিরপেক্ষ ন্যায় এবং দ্বিতীয়টি হল একটি নিরপেক্ষ ন্যায়ের আকার| প্রথমটির ক্ষেত্রে দেখা যায় যে, দুটি নিরপেক্ষ বচন থেকে সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ বচন | হিসেবে অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আরও দেখা যায় যে, এই সিদ্ধান্তটি কখনােই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয়। সেকারণেই এটি একটি নিরপেক্ষ ন্যায়রুপে গণ্য।।
ব্যাখ্যা।
অনুরূপভাবে দ্বিতীয় উদাহরণটির ক্ষেত্রেও দেখা যায় যে, এখানে দুটি নিরপেক্ষ বচনের আকার থেকে সিদ্ধান্তে একটি নিরপেক্ষ বচনাকার অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানেও সিদ্ধান্তটি কখনােই | যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয়। সেকারণেই একে একটি নিরপেক্ষ যুক্তির আকার (categorical syllogistic form)রুপে গণ্য করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Halo sir
ধন্যবাদ
Thnx