বাক্য ও বচনের সাদৃশ্য কী? Class 12 | Philosophy (বচন) 8 Marks
উত্তর:-
বাক্য ও বচনের সাদৃশ্য
বাক্য ও বচনের মূলভিত্তি সবসময় একই। সে কারণেই বাক্য ও বচনের মধ্যে সাদৃশ্য বা মিল থাকা খুবই স্বাভাবিক। বাক্য ও বচনের সাদৃশ্যের বিষয়গুলিকে নীচে উল্লেখ করা হল
সাদৃশ্যের বিষয় | বাক্য (Sentence) | বচন (Proposition) |
1. উৎস | বাক্যের উৎস হল চিন্তা৷ চিন্তার ফলে বাক্যের উদ্ভব হয়। | বচনেরও উৎস হল চিন্তা। চিন্তার জন্য বচনের উদ্ভব হয়। |
2. পদসমষ্টি | বাক্য কয়েকটি পদ বা শব্দের সমন্বয়ে গঠিত হয়। যেমন—রাম কলেজ যায়। | বচনও কয়েকটি পদ বা শব্দের সমন্বয়ে গঠিত হয়। যেমন—সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। |
3. ব্যবহার | বাক্যের ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে। কারণ, বাক্যের সম্মিলিতরূপে গঠিত হয় যুক্তি। | বচনেরও ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে। কারণ, বচনের সম্মিলিত রুপেই গঠিত হয় যুক্তি। |
4. প্রকাশ | চিন্তা যতক্ষণ পর্যন্ত না ভাষায় প্রকাশিত হয় ততক্ষণ তা ব্যক্তিগত বিষয়রূপে গণ্য হয়। কিন্তু বাক্যের মাধ্যমে প্রকাশিত হলেই তা আর ব্যক্তিগত বিষয় থাকে না। | অনুরুপে বচনের মাধ্যমে যতক্ষণ না চিন্তা প্রকাশিত হয় ততক্ষণ তা ব্যক্তিগত বিষয়ই থাকে। কিন্তু বচনের দ্বারা প্রকাশিত হলেই তা আর ব্যক্তিগত বিষয় থাকে না। |
5. সর্বজনীনতা | বাক্য একটি সর্বজনীন বিষয়রূপে গণ্য। | বচনও একটি সর্বজনীন বিষয়রূপে গণ্য। |
6. গুণ | বাক্য সদর্থক ও নঞর্থক উভয় রূপেই প্রকাশিত হতে পারে। যেমন কলমটি হয় সবুজ, কলমটি নয় সবুজ। | বচনও সদর্থক ও নঞর্থক উভয় রূপেই গণ্য। যেমন সকল কবি হয় দার্শনিক, কোনো কবি নয় দার্শনিক। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।