বাক্য ও বচনের সাদৃশ্য কী?

বাক্য ও বচনের সাদৃশ্য কী? Class 12 | Philosophy (বচন) 8 Marks

উত্তর:-

বাক্য ও বচনের সাদৃশ্য 

বাক্য ও বচনের মূলভিত্তি সবসময় একই। সে কারণেই বাক্য ও বচনের মধ্যে সাদৃশ্য বা মিল থাকা খুবই স্বাভাবিক। বাক্য ও বচনের সাদৃশ্যের বিষয়গুলিকে নীচে উল্লেখ করা হল

সাদৃশ্যের বিষয়বাক্য (Sentence)বচন (Proposition)
1. উৎসবাক্যের উৎস হল চিন্তা৷ চিন্তার ফলে বাক্যের উদ্ভব হয়।বচনেরও উৎস হল চিন্তা। চিন্তার জন্য বচনের উদ্ভব হয়।
2. পদসমষ্টিবাক্য কয়েকটি পদ বা শব্দের সমন্বয়ে গঠিত হয়। যেমন—রাম কলেজ যায়।বচনও কয়েকটি পদ বা শব্দের সমন্বয়ে গঠিত হয়। যেমন—সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
3. ব্যবহারবাক্যের ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে। কারণ, বাক্যের সম্মিলিতরূপে গঠিত হয় যুক্তি।বচনেরও ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে। কারণ, বচনের সম্মিলিত রুপেই গঠিত হয় যুক্তি।
4. প্রকাশচিন্তা যতক্ষণ পর্যন্ত না ভাষায় প্রকাশিত হয় ততক্ষণ তা ব্যক্তিগত বিষয়রূপে গণ্য হয়। কিন্তু বাক্যের মাধ্যমে প্রকাশিত হলেই তা আর ব্যক্তিগত বিষয় থাকে না।অনুরুপে বচনের মাধ্যমে যতক্ষণ না চিন্তা প্রকাশিত হয় ততক্ষণ তা ব্যক্তিগত বিষয়ই থাকে। কিন্তু বচনের দ্বারা প্রকাশিত হলেই তা আর ব্যক্তিগত বিষয় থাকে না।
5. সর্বজনীনতাবাক্য একটি সর্বজনীন বিষয়রূপে গণ্য।বচনও একটি সর্বজনীন বিষয়রূপে গণ্য।
6. গুণবাক্য সদর্থক ও নঞর্থক উভয় রূপেই প্রকাশিত হতে পারে। যেমন কলমটি হয় সবুজ, কলমটি নয় সবুজ।বচনও সদর্থক ও নঞর্থক উভয় রূপেই গণ্য। যেমন সকল কবি হয় দার্শনিক, কোনো কবি নয় দার্শনিক।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment