Class 12 Class 12 Education মানব বিকাশের স্তরগুলি কি কি ?

মানব বিকাশের স্তরগুলি কি কি ?

মানব বিকাশের বিভিন্ন স্তর

নিষেকের সময় থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তির যে আকৃতি ও ক্রিয়ার গুণগত পরিবর্তন বা বিকাশ ঘটতে থাকে তাকে 5টি স্তরে ভাগ করা হয়। এই 5টি স্তর হল—1. ভূমিষ্ঠপূর্ব বিকাশ, 2. শৈশব, 3. বাল্য, 4. কৈশাের এবং 5. প্রাপ্তবয়স্ক স্তরের বিকাশ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment