উদাহরণসহ অন্বয়-ব্যতিরেকী পদ্ধতির ব্যাখ্যা করাে।

উদাহরণসহ অন্বয়-ব্যতিরেকী পদ্ধতির ব্যাখ্যা করাে। Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks

উত্তর:-

অন্বয়ী পদ্ধতির যুগ্ম প্রয়ােগরপে অন্বয়-ব্যতিরেকী পদ্ধতি

অন্বয়ব্যতিরেকী পদ্ধতিটি হল অন্বয়ী পদ্ধতিরই দ্বৈত বা যুগ্ম প্রয়ােগ | এই পদ্ধতির ক্ষেত্রে একদিকে যেমন সদর্থক দৃষ্টান্তগুচ্ছ দেখা যায়, অপরদিকে তেমনি নঞর্থক দৃষ্টান্তগুচ্ছও পরিলক্ষিত হয়। সদর্থক দৃষ্টান্তগুচ্ছে আলােচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন কতকগুলি দৃষ্টান্ত সংগৃহীত হয়। এই সমস্ত দৃষ্টান্তের ক্ষেত্রে একটিমাত্র ঘটনার উপস্থিতিই তাদের মধ্যে মিল বা সাদৃশ্য রচনা করে। কিন্তু নঞর্থক দৃষ্টান্তগুচ্ছের মধ্যে আলােচ্য ঘটনা অনুপস্থিত আছে—এমন কয়েকটি দৃষ্টান্ত সংগৃহীত হয় এবং সেই ঘটনারই অনুপস্থিতি ছাড়া আর অন্য কোনাে ক্ষেত্রেই দৃষ্টান্তগুচ্ছের মধ্যে মিল বা সাদৃশ্য থাকে না। অতএব, অনুমান করা যায় যে, ওই একটিমাত্র ঘটনাই আলােচ্য ঘটনার কারণ বা কার্য অথবা কারণের একটি অপরিহার্য অংশরূপে গণ্য। সদর্থক ও নঞর্থক দৃষ্টান্তগুচ্ছের সম্মিলিত রূপ বলেই একে মিশ্র পদ্ধতি (joint method) রূপেও উল্লেখ করা হয়। 

অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা 

অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সূত্রটিকে তর্কবিদ মিল (Mill) নিম্নোক্তভাবে উপস্থাপিত করেছেন—বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে উপস্থিত আছে, তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি আর-একটি ব্যাপার অবশ্যই উপস্থিত থাকে এবং বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে অনুপস্থিত, তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি ওই ব্যাপারটি সর্বদাই অনুপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে যে, সেটি বিচার্য ঘটনার কার্য অথবা কারণ অথবা কারণের অপরিহার্য অংশরূপে বিবেচিত | অর্থাৎ, পর্যবেক্ষণলব্ধ দৃষ্টান্তগুলিতে যে ঘটনা উপস্থিত থাকলে অন্য একটি ঘটনাও উপস্থিত থাকে এবং যে ঘটনাটি অনুপস্থিত থাকলে অন্য ঘটনাটিও অনুপস্থিত থাকে, সেই ঘটনাদুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায়। 

দ্বিত্ব অন্বয়ী পদ্ধতিরূপে এই পদ্ধতি 

অন্বয়ী পদ্ধতির দ্বিবিধ প্রয়ােগ বলেই অনেক সময় অন্বয় ব্যতিরেকী পদ্ধতিকে দ্বিত্ব-অন্বয়ী পদ্ধতি (the method of double agreement) রূপে অভিহিত করা হয়। নীচের উদাহরণগুলিতে দেখা যায়, অন্বয়ী পদ্ধতিকে একবার সদর্থক দৃষ্টান্তসমূহের মাধ্যমে এবং আর একবার নঞর্থক দৃষ্টান্তসমূহের মাধ্যমে উল্লেখ করা যায়।

সদর্থক দৃষ্টান্ত

পূর্ববর্তী ঘটনা (কারণ)অনুবর্তী ঘটনা (কার্য)
ABCabc
APRapr
ARMarm

নঞর্থক দৃষ্টান্ত

পূর্ববর্তী ঘটনা (কারণ)অনুবর্তী ঘটনা (কার্য)
BCDbcd
CDEcde
EFGefg

∴ A হল a-এর কারণ।

ব্যাখ্যা:

এই সাংকেতিক উদাহরণটিকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে, সদর্থক দৃষ্টান্তগুচ্ছের মধ্যে পূর্ববর্তী ঘটনারুপে A সবসময়ই উপস্থিত আছে এবং সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনারুপেও a সবসময় উপস্থিত রয়েছে। আবার নঞর্থক দৃষ্টান্তগুচ্ছে উভয় ঘটনাই অনুপস্থিত আছে। সেকারণেই আমরা দাবি করতে পারি যে, এরূপ দুটি দৃষ্টান্তগুচ্ছের মধ্যে অমিলের ভিত্তিতে পূর্ববর্তী A নামক ঘটনা এবং অনুবর্তী a নামক ঘটনার মধ্যে একপ্রকার কার্যকারণ অনুমান করা যায়।

উদাহরণ 1:

পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে, রামবাবু যখনই প্রাতভ্রমণে যান তখনই তার ঠান্ডা লাগে এবং যখনই প্রাতভ্রমণে যান না তখনই তাঁর ঠান্ডাও লাগে না। অতএব সিদ্ধান্ত করা গেল যে, প্রাতভ্রমণই হল রামবাবুর ঠান্ডা লাগার কারণ।

উদাহরণ 2: পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে, যেসব অঞ্চলে অ্যানােফিলিস নামক মশার কামড় আছে, সেসব অঞ্চলে ম্যালেরিয়াও আছে। আবার যেসব অঞ্চলে অ্যানােফিলিস নামক মশার কামড় নেই, সেইসব অঞ্চলে ম্যালেরিয়াও নেই। অতএব সিদ্ধান্ত করা যায় যে, অ্যানােফিলিস মশার কামড়ই হল ম্যালেরিয়ার কারণ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment