CBPBU 2nd Semester 2022 Bengali (DSC Group-1) Question Paper With Answer

এই আর্টিকেলে আমরা CBPBU 2nd Semester 2022 Bengali (DSC Group-1) Question Paper With Answer নিয়ে এসেছি। এখানে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 2nd Semester 2022 Bengali (DSC Group-1) Exam এর প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে এসেছি।

Cooch Behar Panchanan Barma University
2nd Semester Exam 2022
Bengali (DSC Group-1) | Full Marks 30

CBPBU 2nd Semester 2022 Bengali (DSC Group-1) Question Paper

১। নিম্নলিখিত যে-কোনাে দশটি প্রশ্নের উত্তর দাওঃ ১ x ১০ = ১০

(ক) পূর্ণযতি কাকে বলে ? 

(খ) একটি রুদ্ধ দলের দৃষ্টান্ত দাও। 

(গ) অতিপর্ব বলতে কী বােঝায় ? 

(ঘ) মিশ্র কলাবৃত্ত ছন্দের অন্য একটি নাম লেখাে। 

(ঙ) প্রস্বর কাকে বলে ? 

(চ) বাংলা সনেটের প্রথম প্রবর্তক কে ? 

(ছ) মাত্রা’ কথার অর্থ কী? 

(জ) একটি অনুপ্রাসের দৃষ্টান্ত দাও। 

(ঝ) উৎপ্রেক্ষা কত প্রকার ও কী কী ?

(ঝ) উৎপ্রেক্ষা কত প্রকার ও কী কী? 

(ঞ) “চোখে চোখে কথা নয়গাে বন্ধু,

আগুনে আগুনে কথা’ – এখানে কোন অলঙ্কার হয়েছে ? 

(ট) সাদৃশ্যবাচক শব্দের দৃষ্টান্ত দাও। 

(ঠ) একটি লুপ্তোপমার দৃষ্টান্ত উল্লেখ করাে। 

(ড) পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ’ – এটি কোন্ অলঙ্কারের দৃষ্টান্ত ? 

(ঢ) অনুপ্রাস কথার অর্থ কী? 

(ণ) দেবতা আশিস ছলে বরষে শিশির’ – এটি কোন অলঙ্কার ?

২। নিম্নলিখিত যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ x ১ = ৫

(ক) উদাহরণসহ সংজ্ঞা লেখােঃ (যে-কোনাে দুটি) 

শ্লেষ, বক্রোক্তি, উৎপ্রেক্ষা, সমাসােক্তি ২.৫ x ২ = ৫

(খ) অলঙ্কার নির্ণয় করােঃ (যে-কোনাে দুটি) ২.৫ x ২ = ৫

(অ) ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল।

(আ) বিরতি আহারে রাঙ্গা বাস পরে যেমত যােগিনী পারা।

(ই) একটি চুম্বন ললাটে রাখিয়া যাও একান্ত নির্জন সন্ধ্যার তারার মতাে।

(অ) ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল।

(আ) বিরতি আহারে রাঙ্গা বাস পরে যেমত যােগিনী পারা।

(ই) একটি চুম্বন। ললাটে রাখিয়া যাও একান্ত নির্জন

সন্ধ্যার তারার মতাে। 

(গ) দৃষ্টান্তসহ অতিশয়ােক্তি অলঙ্কারের পরিচয় দাও।

৩। নিম্নলিখিত যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাওঃ ১০ x ১ = ১০

(ক) ছন্দলিপি প্রস্তুত করােঃ (যে-কোনাে দুটি) ৫ x ২ = ১০

(অ) মন্দির বাহির কঠিন কবাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট।

(আ) আপাতত এই আনন্দে গর্বে বেড়াই নেচে,

কালিদাস তাে নামেই আছেন আমি আছি বেঁচে।

(ই) জন্মেছি যে মর্ত্যলােকে ঘৃণা করি তারে, ছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে। 

(খ) স্বরবৃত্ত ছন্দ অন্য আর কী কী নামে পরিচিত? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। 

(গ) অনুপ্রাস অলঙ্কারের বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ বিষয়ে উদাহরণসহ আলােচনা করাে।

৪। নিম্নলিখিত যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাওঃ ১৫ x ১ = ১৫

(ক) শব্দালঙ্কার কাকে বলে ? দৃষ্টান্তসহ শব্দালঙ্কারের শ্রেণিবিভাগগুলির পরিচয় দাও। 

(খ) ছন্দের শােষণশক্তি বলতে কী বােঝায় ? ছন্দের শােষণশক্তি বিষয়ে দৃষ্টান্ত সহযােগে আলােচনা করাে। 

(গ) উৎপ্রেক্ষা ও অতিশয়ােক্তি অলঙ্কারের তুলনামূলক আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment